বাংলাদেশ ক্রিকেট

ভেটরির সম্মতিতে বিসিবিকে 'হ্যা' বলেছিলেন ম্যাকমিলান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:41 বুধবার, 02 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিল ম্যাকেঞ্জি ইস্তফা দেয়ার পর তার স্থলাভিষিক্ত করা হয় নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরে জন্য এক প্রকারে তড়িঘড়ি করেই তাকে নিয়োগ দেয়া হয়েছে।

কিন্তু বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবার পূর্বে বর্তমান স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি এবং হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছিলেন ম্যাকমিলান। সম্প্রতি একটি শির্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ম্যাকমিলান।

সদ্য নিয়োগপ্রাপ্ত এই ব্যাটিং পরামর্শক বলেন, 'আমি ড্যানকে ফোন দিয়েছিলাম কারণ আমি জানি যে তিনি লম্বা সময় ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছেন। তাই আমি তার অভিজ্ঞতার সংস্পর্শে থাকতে আগ্রহী ছিলাম এবং এটি আমার জন্য অনুকূলে ছিল।'

'এরপরে আমি রাসেলের (ডমিঙ্গো) সাথেও একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং আমি সুযোগটিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি শ্রীলঙ্কা সফরকে একটি সফল করে তোলার প্রত্যাশায় রয়েছি।'

তিনি আরও জানান, ভেটরির কাছে বাংলাদেশ দল সম্পর্কে জানতে চাইলে দেশের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা শুনে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন এই কিউই।

এ প্রসঙ্গে ম্যাকমিলান বলেন, 'তিনি (ভেটরি) বলেছিলেন যে এটি এমন একটি দল যা নিয়ে আমি সত্যি কাজ করে আনন্দ পাবো। এখানে খুব ভাল এবং কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা কঠোর পরিশ্রম করে এবং আমি তাদের সাথে কাজ করাটাকে উপভোগ করব।'