সাকিবের ফেরা

সাকিব প্রসঙ্গে কোচদের দিকে তাকিয়ে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 বুধবার, 02 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আসন্ন শ্রীলঙ্কা সফরে এই অলরাউন্ডারকে কিভাবে দলের সঙ্গে যুক্ত করা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাকিব এখন বনানির বাসাতেই থাকবেন। এরপর তার করোনা পরীক্ষা করা হবে। সেই ফলাফল নেগেটিভ আসলেই তার অনুশীলন শুরু হবে।

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য কোচদের ফেরার দিকে চেয়ে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, 'এটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারবোনা কারণ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে যে কীভাবে কি করবে। ওর নিষেধাজ্ঞাতো অক্টোবর পর্যন্ত আছে, এরপর কি করণীয় আছে টিম ম্যানেজমেন্ট, প্রধান কোচ না আসা পর্যন্ত কিছু বলতে পারছিনা।'

প্রধান নির্বাচক নান্নু অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা শেষের আগে তারা কিছু করতে পারবেন না। তবে নিয়ম মেনে কোচরা ব্যক্তিগতভাবে সাকিবের সঙ্গে কাজ করতে পারবেন বলে জানালেন তিনি।

আকরাম খানের ভাষ্য, 'আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে তার আগে না। আপনারাও জানেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোন কিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু সেক্রিফাইস করবেন আর আনুষ্ঠানিকভাবে তার সাথে আমরা তার সাথে কাজ করবো ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।'