সিপিএল

সেঞ্চুরি করে দল জেতালেন পুরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:54 সোমবার, 31 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। সেঞ্চুরি করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে দলকে সাত উইকেটে জিতিয়েছেন তিনি।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় গায়ানা। এরপর রস টেলরকে সঙ্গে নিয়ে দলকে জয় পাইয়ে দেন পুরান। ৭১ বলে ১২৮ রান তোলেন তারা। 

বিধ্বংসী পুরান ৪৫ বলে চারটি চার ও দশটি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন। সঙ্গি টেলর করেন ২৭ বলে ২৫ রান। সিপিএলে এটি গায়ানার তৃতীয় জয়। পয়েন্ট তালিকায়ও তাদের অবস্থান তিন নম্বরে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সেন্ট কিটস শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে। যদিও স্কোরবোর্ডে সেই অনুযায়ী রান তুলতে ব্যর্থ হয় তারা।

দলটির হয়ে ৪৬ বলে ৫৯ রান করেন জশুয়া দা সিলভা। দীনেশ রামদিন অপরাজিত থাকেন ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলে।

সংক্ষিপ্ত স্কোর:

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস: ১৫০/৫ (২০ ওভার)
(দা সিলভা ৫৭, রামদিন ৩৭*; গ্রিন ২/৩১)

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৩/৩ (১৭.৩ ওভার)
(পুরান ১০০*, টেলর ২৫; জাগেসর ২/৩৩)