সিপিএল

পোলার্ডের নয় ছয়, রাইডার্সের ছয়ে ছয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:01 রবিবার, 30 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসকে দুই উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এ নিয়ে মৌসুমে টানা ছয়টি ম্যাচ জিতল কাইরন পোলার্ডের দলটি।

দল জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পোলার্ড। নয় ছক্কায় মাত্র ২৮ বলে ৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে নাইট রাইডার্সকে জিতিয়েছেন তিনি।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৮ রান করে বার্বাডোজ। দলটির হয়ে জনসন চার্লস করেন ৪৭ রান। কাইল মায়ার্সের ব্যাটে আসে ৪২ রান।

জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইট রাইডার্স। ৬২ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। সাত নম্বরে নামেন পোলার্ড। 

এক সময় দলের শেষ ২৪ বলে জয়ের জন্য লাগত ৬৬ রান। তখনই ম্যাচ বদলে দেন পোলার্ড। হেইডেন ওয়ালশের করা ১৭তম ওভারে নেন ২৫ রান। দলকে সহজেই ম্যাচ জিতিয়ে দেন তিনি। তাঁর ইনিংসে দুটি চারের মারও ছিল।

সংক্ষিপ্ত স্কোর:

বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৪৮/৭ (২০ ওভার)
(চার্লস ৪৭, মায়ার্স ৪২; সিকান্দার ২/১১)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৪৯/৭ (১৯.৫ ওভার)
(পোলার্ড ৭২, সিমন্স ৩২; হোল্ডার ২/২৭)