পিএসএল

পিএসএলে খেলতে চান ওকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:17 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। পাকিস্তানে ক্রিকেট ফেরার কারণে দারুণ খুশি এই পেস বোলিং অলরাউন্ডার।

সতীর্থদের মধ্যে যারা পিএসএলে খেলেছেন, তাদের কাছে আসরটি নিয়ে ইতিবাচক বক্তব্য শুনেছেন ৩১ বছর বয়সি ওকস। এমনকি পাকিস্তানের নিরাপত্তা নিয়েও নেতিবাচক কিছু শোনেননি তিনি।

এ কারণে পিএসএলে খেলার সুযোগ মিললে দারুণ আগ্রহের সঙ্গে খেলার ইচ্ছা তাঁর। তাছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে  নিজের স্কিল আরও ঝালাই করে নিতে চান ইংলিশ এই অলরাউন্ডার।

সম্প্রতি ওকস বলেছেন, 'পিএসএলে খেলতে পারলে সত্যিই ভালো লাগবে। আমি যত বেশি সম্ভব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাই। ক্রিকেটার হিসেবে এটা আপনার উন্নতি করবে। কেননা আপনি তাহলে বিভিন্ন দেশের দর্শক, বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট, নানান ধরনের উইকেটে খেলার সুযোগ পাবেন।

যারা সেখানে খেলেছে তাদের কাছে পিএসএল নিয়ে আমি অনেক শুনেছি। ওরা পিএসএলের অনেক প্রশংসা করেছে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো, এটাও তারা বলেছে। পাকিস্তান দারুণ একটি দেশ। সেখানে অনেক ক্রিকেটপ্রেমী আছে বলে শুনেছি। আশা করব সেখানে আরও বেশি টেস্ট খেলা হবে।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ হয়েছে ওকসের। ২০১৭ সালে আইপিএল অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ১৮টি ম্যাচ।