ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

আজহারের সেঞ্চুরির পরও ফলোঅনে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:59 সোমবার, 24 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সাউদাম্পটন টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৮৩ রানের জবাবে ২৭৩ রান করেছে পাকিস্তান। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক আজহার আলী। তবুও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান।

ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বিকেলেই ২৪ রান তুলতে তিন উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে তৃতীয় দিনের পুরো সময়টা লড়াই চালিয়ে যান আজহার। শেষপর্যন্ত ১৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।

যদিও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ছাড়া আজহারকে সঙ্গ দিতে পারেননি কেউই। তাঁর ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান। এছাড়া আসাদ শফিক ৫, ফাওয়াদ আলম ২১ ও ইয়াসির শাহ করেন ২০ রান। 

ইংল্যান্ডের হয়ে আগের দিনই তিন উইকেট নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার এদিন নিলেন আরও দুই উইকেট। দুটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও ডম বেস।

ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনার শান মাসুদের সঙ্গে উদ্বোধন করতে নামেন সেই আজহার আলীই। যদিও আলোক সল্পতার কারণে দিনের খেলা আর হয়নি। এখনও ৩১০ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৮৩/৮ (ইনিংস ঘোষণা) (১৫৪.৪ ওভার)
(ক্রলি ২৬৭, বাটলার ১৫২; ফাওয়াদ ২/৪৬)
পাকিস্তান প্রথম ইনিংস: ২৭৩/১০ (৯৩ ওভার)
(আজহার ১৪১*, রিজওয়ান ৫৩; অ্যান্ডারসন ৫/৫৬, ব্রড ২/৪০)