সিপিএল ২০২০

১১৮ রান করেও ম্যাচ জিতেছে গায়ানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 রবিবার, 23 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে সবচেয়ে কম পুঁজি স্কোরবোর্ডে তুলেও ম্যাচ জিতে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে মাত্র ১১৮ রান সংগ্রহ করা গায়ানা এদিন জয় তুলে নেয় ১৪ দিনে। 

নির্ধারিত ২০ ওভারে জ্যামাইকা তালাওয়াস ৭ উইকেট হারিয়ে করে মাত্র ১০৪ রান। আন্দ্রে রাসেলের ৩৭ বলে ৫২ রানের ইনিংসও জ্যামাইকাকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি।রাসেল ছাড়া দুই অংকের ঘরে পা দিয়েছেন আসিফ আলী এবং অধিনায়ক রভম্যান পাওয়েল।

পাওয়েল ২৩ এবং আসিফ করেন ১৪। ০ রানে সাজঘরে ফিরেছেন দলের তিন ব্যাটসম্যান। বাকিরাও আসা-যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন।গায়ানার হয়ে প্রত্যেক বোলারই উইকেটের দেখা পেয়েছেন। সবচেয়ে বেশি ২টি উইকেট নেন ক্রিস গ্রিন। গায়ানা দলপতি ৩ ওভারে খরচ করেন মাত্র ১০ রান। এছাড়া আশমিড নেড ৪ ওভার বোলিং করে এক মেইডেন দিয়ে ১০ রান দিয়ে নেন এক উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিং করে ১৯.১ ওভারে মাত্র ১১৮ রানে অল আউট হয় গায়ানা। দলের পক্ষে ব্রেন্ডন কিং করেন সর্বোচ্চ ২৯ রান। ১৮ রান দিয়ে মুজিব উর রহমান নেন ৩ উইকেট, ১৪ রান খরচায় কার্লোস ব্রাথওয়েট তুলে নেন ৩ উইকেট।

দিনের ওপর খেলায় সেন্ট কিটসের বিপক্ষে ১০ রানের জয় তুলে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। প্রথমে ব্যাট করে আন্দ্রে ফ্লেচারের ৪৬ এবং মোহাম্মদ নবির ৩৫ রানের ওপর ভর করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৭২ রানের পুঁজি পায় সেন্ট লুসিয়া। সেন্ট কিটসের হয়ে জন রাস জাগেসার ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে সক্ষম হয় রায়াদ এম্রিতের দল। সর্বোচ্চ ৪৬ রান করেন দীনেশ রামদিন, ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন স্কট কুগলেজিন। ১২ রান খরচায় ৩ উইকেট নেন অলরাউন্ডার রস্টন চেজ।