ক্রিকেট আফগানিস্তান

অবসরের আগেই আফগান ক্রিকেট বোর্ডে নবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:30 শুক্রবার, 21 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই বোর্ডে নিয়োগ পেলেন এই অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এখনও সক্রিয় রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

আফগান ক্রিকেট বোর্ডের ৯ সদস্যের প্যানেলে সম্প্রতি রদবদল করা হয়েছে। পুরোনো পাঁচজনকে পদে রেখে চারজনকে ইস্তফা দেয়া হয়েছে। সেই চারজনের জায়গায় নতুন করে নিয়োগ দিয়েছে বোর্ড। আর এই চারজনেরই একজন নবী।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। কিন্তু কেন নবীকে এতো গুরুত্বপূর্ণ পদে বসানো হল সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি বোর্ড।

প্যানেলের বাকি তিনজন হলেন হাসিনা সাফি, রোহুল্লাহ খানজাদা এবং হারুন মীর। এই চারজনকে সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফজায়ী এবং অনুমোদন দিয়েছেন প্যাট্রন-ইন-চিফ এইচ.ই মোহাম্মদ আশরাফ গনি।

গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন নবী। মূলত সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া এই অলরাউন্ডারের খেলা ছাড়ার আগেই বোর্ডের দায়িত্ব পাওয়াটা বিস্ময়করই।

বর্তমানে নবী ক্যারিবীয়ান প্রমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সেন্ট লুসিয়া জুকসের জার্সিতে। চলতি বছরের আইপিএলেও আছেন এই আফগান তারকা। সেখানে তিনি খেলবেন সানরাইজার্স হায়দারবাদের হয়ে।