সিপিএল

আবারও নাইট রাইডার্সকে জেতালেন নারিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:26 শুক্রবার, 21 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ সূচনা করেছেন সুনিল নারিন। প্রথম ম্যাচে অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচেও দল জিতিয়েছেন তিনি। তাঁর ঝড়ো ইনিংসে জ্যামাইকা তালাওয়াশকে সাত উইকেটে হারিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স।

ম্যাচটিতে প্রথমে বল হাতে প্রথমে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন নারিন। এরপর ব্যাট হাতে ৩৮ বলে ৭টি চার এবং দুটি ছক্কায় ৫৩ রান করেন তিনি। দল জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে জ্যামাইকা। উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ৫৮ রান (৪২ বলে)।

এছাড়া ১৬ বলে ২২ রান করেন আসিফ আলি ও ২৬ বলে ২৫ রান করেন আন্দ্রে রাসেল। আলি খান এবং জাইদিন সিলস দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনও রান তোলার আগেই বিদায় নেন ওপেনার লেন্ডল সিমন্স। এরপর কলিন মুনরোর সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন নারিন।

নারিন থামলেও ৪৬ বলে অপরাজিত ৪৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুনরো।

সংক্ষিপ্ত স্কোরঃ
জ্যামাইকা তালাওয়াশঃ ১৩৫/৮ (২০ ওভার)
(ফিলিপস ৫৮, রাসেল ২৫; সিলস ২/২১)
ট্রিনবাগো নাইট রাইডার্সঃ ১৩৬/৩ (১৮.১ ওভার)
(নারিন ৫৩, মুনরো ৪৯*; মুজিব ১/১৩)