ক্রিকেট পাকিস্তান

উমরের নিষেধাজ্ঞা কমানোয় আদালতকে চ্যালেঞ্জ করেছে পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:05 বুধবার, 19 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলের উপর আরোপিত তিন বছরের নিষেধাজ্ঞা কমানোর বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লসানার আরবিট্রেশন ফর স্পোর্টস স্পোর্টসে আবেদন করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

বোর্ডের দাবী উমর আকমলের ৩ বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। তার শাস্তির মেয়াদ আরও বেশি হওয়া উচিৎ বলে মনে করছে বোর্ড।  

নাসির বলেন, 'স্বাধীন বিচারপতিদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো আমাদের পক্ষে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনটি দেখার পরে আমাদের কিছুটা উদ্বেগ হয়েছিল এবং আমরা মনে করেছি যে শাস্তি যথেষ্ট ছিল না। কারণ উমরের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন লঙ্ঘনের দুটি অভিযোগ রয়েছে।'

'স্বতন্ত্র বিচারক লিখেছেন যে তিনি মানবিকভাবে মামলাটি তিনি দেখছেন এবং তার সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের কাছে প্রধান প্রশ্ন ছিল মানবতার খাতিরে কি দোষির শাস্তি হ্রাস করা উচিত?'

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি (অব) ফকির মোহাম্মদ খোকর বোর্ডের স্বতন্ত্র বিচারক হিসাবে ২৯ জুলাই উমরের তিন বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করেছিলেন। দু'দফা শুনানির পরে বোর্ডের শৃঙ্খলা প্যানেলের মাধ্যমে এপ্রিল মাসে উমর তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের বিরুদ্ধে খোকর তার রায় দেন।

গেল এপ্রিলে পাকিস্তান সুপার লিগে (পিএসল) দুর্নীতি দমন আইনের দুইটি ধারা ভঙ্গের কারণে এবং তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার পরে বোর্ডের এক-সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলর মাধ্যমে উমরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছিল।