সিপিএল

জয় দিয়ে মিশন শুরু হোল্ডারের বার্বাডোজের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:18 বুধবার, 19 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ছয় রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। ব্যাটিংয়ে নেমে মাত্র আট রানের মধ্যেই তিন উইকেট হারায় বার্বাডোজ। এরপর কাইল মেয়ার্সের ২০ বলে ৩৭ ও অধিনায়ক জেসন হোল্ডারের ২২ বলে ৩৮ রানের সুবাদে এগিয়ে চলে দলটি।

শেষদিকে দলটির হয়ে ১৮ বলে ২০ রান করেন মিচেল সান্টনার। রশিদ খানের ব্যাটে আসে ২০ অপরাজিত ২৬ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৫৩ রান করে বার্বাডোজ।

সেন্ট কিটসের হয়ে দুটি করে উইকেট নেন সোহেল তানভির, রায়াদ এমরিট ও শেলডন কটরেল।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রয়েসয়ে খেলার চেষ্টা করেন সেন্ট কিটসের টপ অর্ডার। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

দলটির হয়ে সর্বোচ্চ ৪১* রান করেন তিনে নামা জশুয়া ডি সিলভা। কিন্তু বেন ডাঙ্ক (৩৪) ছাড়া তাঁকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৭ রান করে থেমে যায় সেন্ট কিটস। 

বার্বাডোজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সান্টনার ও রশিদ।

সংক্ষিপ্ত স্কোর:
বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৫৩/৯ (২০ ওভার)
(হোল্ডার ৩৮, মায়ার্স ৩৭; এমরিট ২/১৬)
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস: ১৪৭/৫ (২০ ওভার)
(দা সিলভা ৪১*, ডাঙ্ক ৩৪; সান্টনার ২/১৮)