সিপিএল

নারিনের ব্যাটে জয় দিয়ে সিপিএল শুরু নাইট রাইডার্সের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:51 বুধবার, 19 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। মঙ্গলবার (১৮ আগস্ট) ক্রিস গ্রিনের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়েছে কাইরন পোলার্ডের দলটি। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টস জিতে জ্যামাইকাকে ব্যাটিং আমন্ত্রণ জানান নাইট রাইডার্স অধিনায়ক পোলার্ড। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি ১৭ ওভারে নামিয়ে আনা হলে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন তিন নম্বরে খেলতে নামা শিমরন হেটমায়ার। দুটি ছয় এবং দুটি চারের সাহায্যে মাত্র মাত্র ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। 

এছাড়াও ২১ বলে ৩৩ রানের আরেকটি দারুণ ইনিংস উপহার দেন গায়ানার কিউই রিক্রুট রস টেলর। এই দুই ব্যাটসম্যানের তান্ডবে নির্ধারিত ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে গায়ানা। নাইট রাইডার্সের হয়ে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন স্পিনার সুনীল নারিন। এছাড়া একটি করে উইকেট নেন আলী খান, জেডেন সিলস এবং ডোয়াইন ব্রাভো। 

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নারিন এবং ব্রাভোর দুর্দান্ত ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪ ছক্কা এবং ২ চারের সাহায্যে মাত্র ২৮ বলে ৫০ রান করেন অলরাউন্ডার নারিন।

অপরদিকে ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন ব্রাভো। তাঁর ব্যাট থেকে আসে ২টি ছয়। গায়ানার হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাভিন উল হক এবং ইমরান তাহির। এছাড়া একটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড এবং কিমো পল। 

সংক্ষিপ্ত স্কোরঃ

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ ৫/১৪৪ (১৭ ওভার) (হেটমায়ার ৬৩*, টেলর ৩৩; নারিন ২/১৯, আলী খান ১/২১) 

ত্রিনবাগো নাইট রাইডার্সঃ ৬/১৪৭ (১৬.৪ ওভার) (নাভিন ২/২১, তাহির ২/৪০)