অনূর্ধ্ব ১৯

২৭ জনই নেগেটিভ, বিকেএসপির পথে যুবারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:16 সোমবার, 17 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়েছে রবিবার (১৬ আগস্ট)। প্রথম দিন বিসিবির মেডিক্যাল রুমে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এদের প্রত্যেকের ফলাফল নেগেটিভ এসেছে।

ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। প্রথম দিনের করোনা পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ফলাফল নেগেটিভ আসার পর সোমবার (১৭ আগস্ট) সকাল ১১.৩০ মিনিটে বিসিবির বাসে বিকেএসপির পথে রওনা দিতে দেখা যায় ১৫ জন যুবা ক্রিকেটারকে। বিশ্বচ্যাম্পিয়ন আকবর আলীদের যে বাসে যাতায়াত করানো হতো সেই বাসেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ছেড়েছেন যুবারা।

এছাড়া আগামী ২১ তারিখের মধ্যে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা সম্পন্ন হবে বলেও বিসিবি আশাবাদী। সাভারের বিকেএসপি এবং বিসিবিতে যুব ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়েছে একযোগে।

এই বিষয়ে গতকাল দেবাশিষ চৌধুরী বলেছিলেন, 'বিসিবির অনূর্ধ্ব-১৯ দলের কোভিড টেস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় আজকে থেকে বিসিবিতে শুরু হয়েছে। আমরা দুটি ভেন্যুতে প্রথম ব্যাচের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের পরীক্ষা শুরু করেছি।

আগামী ৪ দিনে ৬৫ থেকে ৭০ জনের মতো খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফের কোভিড টেস্ট বিসিবি সম্পন্ন করবে। এর মধ্যে যাদের করোনা নেগেটিভ আসবে তারা পর্যায়ক্রমে বিকেএসপিতে ক্যাম্পে যোগ দেবে। আমরা আশা করছি ২০-২১ তারিখের মধ্যে আমাদের পরীক্ষা প্রক্রিয়া শেষ হবে।'

এদিকে করোনা পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুব ক্রিকেটাররা। যদিও স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছেন এদের সকলেই।