বাংলাদেশ ক্রিকেট

ডিপিএল নিয়ে উদ্বিগ্ন নাফিস-এনামুলরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:23 রবিবার, 16 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ফলে রুটি-রুজির পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে বেশ কিছু ক্রিকেটারের। বর্তমান পরিস্থিতিতে চলতি বছর ডিপিএল অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েও সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শাহরিয়ার নাফিস নিজেও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে নিজের মতামত জানিয়েছেন তিনি।

নাফিস বলেন, 'প্রতি বছর মাত্র একটি ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। এবছর যদি সেটিও না হয়, আমি মনে করি না যে আগামী বছর দুটি ডিপিএল আয়োজন করা হবে। এক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটার আর্থিক দিক থেকে অনিশ্চয়তার মধ্যে পড়বে। ডিপিএল আমাদের আয়ের মূল উৎস।' 

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রও ডিপিএলের উপর নির্ভরশীল অনেকাংশে। এবছর টুর্নামেন্টটি নিয়ে সংশয় থাকায় বেশ চিন্তিত তিনি। ডিপিএলই যাদের মূল আয়ের উৎস তাঁদের সমস্যা সবচাইতে বেশি বলে মানছেন এনামুল।

তিনি বলেন, 'আমাদের মধ্যে যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাঁদের অনেকে হয়তো সামলে নিতে পারবেন, কিন্তু শুধু ডিপিএলে যারা খেলে তাঁদের জন্য এটি অনেক বড় উদ্বেগের বিষয়। অনেক খেলোয়াড়ের জন্যই এটি অনেক কঠিন একটি বছর কারণ বেশিরভাগ ক্রিকেটারদের ১০-১৫ শতাংশ পারিশ্রমিক দেয়া হয়েছে অনেক ক্লাব থেকে।' 

তবে ডিপিএল নিয়ে সংশয় থাকলেও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে পারে এবছরের অক্টোবরে বলে জানা গেছে বিসিবির একটি সূত্রে। সেকারণে আশায় বুক বাঁধছেন এনামুলদের মতো ঘরোয়া লিগের ক্রিকেটাররা।

এনামুল বলেছেন, 'বিসিবি এই মহামারীর সময় আসলেই অনেক সাহায্য করেছে। তারা ক্রিকেটকে ফেরাতে অনেক চেষ্টা করেছে। আমরা অক্টোবরে এনসিএলে খেলার প্রত্যাশা করছি। তারা (বিসিবি) হয়তো দুটি ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজন করবে। এটা ক্রিকেটকে ফেরাতে সাহায্য করবে।'