ঢাকা প্রিমিয়ার লিগ

দুই শর্তে চালু হতে পারে দেশের ঘরোয়া ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:22 শনিবার, 15 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গত মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পরই করোনার প্রকোপের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগের আসর। এরপর কয়েকবার টুর্নামেন্টটি পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নিতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এবারের প্রিমিয়ার লিগ আয়োজন করাটা একটু কঠিনই! শুধু প্রিমিয়ার লিগ নয়, করোনার প্রকোপের মাঝে এনসিএল বা বিসিএলের মতো লিগ চালু করাও অনেক কঠিন বলে মনে করছেন পাপন।

এই সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনার পক্ষে নন তিনি। কেবল দুই শর্তেই সম্ভব প্রিমিয়ার লিগের আয়োজন- মনে করছেন তিনি।

পাপন বলেন, 'আমার জানামতে দুইটা বিষয় হলে লিগ শুরু হতে পারে। এক, আমাদের এখানে করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। আর দুই, যদি ভ্যাক্সিন আসে। এই দুইটা ছাড়া লিগ শুরু করার কোনও যৌক্তিকতা আমি দেখি না। মানে যুক্তি তো থাকতে হবে!

কিছু কিছু দেশ চেষ্টা করছে। কিন্তু এখন তো ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। তো আমরা এখানে সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনাটা কোনও যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। তো এখানে করোনা পরিস্থিতির উন্নতি হতে হবে অথবা ভ্যাক্সিন বের হতে হবে। সেজন্য আমরা অপেক্ষা করছি।'

সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। একই সময়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশের এইচপি দল। ওই সময়ে কোনোভাবে প্রিমিয়ার লিগ আয়োজন করা হলে অনেক ক্রিকেটারকেই পাবে না সংশ্লিষ্ট ক্লাবগুলো।