ভারতীয় ক্রিকেট

আরও ৯৯টি সেঞ্চুরি আসবে জানতেন না টেন্ডুলকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:36 শনিবার, 15 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

১৯৯০ সালের ১৪ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান শচিন টেন্ডুলকার। তখন তিনি ভাবতেই পারেননি আরও ৯৯টি সেঞ্চুরির মালিক হবে তিনি। ১৭ বছর ১০৭ দিন বয়সে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার এই ইনিংসে হার এড়িয়েছিল ভারত।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি বিশেষ জায়গা দখল করে আছে টেন্ডুলকারের মনে। টুইটারে এক ভিডিও বার্তায় লিটল মাস্টার জানালেন, ভারতের হয়ে খেলতে পারাই তার জন্য সৌভাগ্যের। এতো বছর ভালোবাসা এবং সমর্থন যোগানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টেন্ডুলকার বলেন, 'আমার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি ছিল বিশেষ কিছু। কারণ, আমরা টেস্ট ম্যাচটি বাঁচাতে পেরেছিলাম এবং সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলাম; আর এগুলো আমাদের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনের ঘটনা। ভারতের হয়ে খেলতে পারা আমার জন্য সৌভাগ্যের। এতো বছর ধরে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।'

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো সেঞ্চুরির আগে প্রথম ইনিংসে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। আউট হয়েছিলেন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে। সেই ম্যাচটি কখনও ভোলার নয় বলে জানিয়েছেন তিনি।

টেন্ডুলকারের ভাষ্য, 'প্রথম ইনিংসে আমি ৬৮ রান করেছিলাম এবং শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে ছয় নম্বরে ব্যাটিং করতে গিয়েছিলাম। আমাদের কয়েকটি উইকেট পড়ে গিয়েছিল এবং আরও অনেক ওভার খেলতে হতো। তাই আমি ক্রিজ আঁকড়ে ছিলাম...আক্রমণের সুযোগ ছিল এবং সেটাও করেছিলাম। কখনও ভোলার নয়, সেই প্রথম ম্যাচ সেরা হয়েছিলাম।'

২৪ বছরের ক্যারিয়ারে আরও ৯৯ বার সেঞ্চুরির দেখা পেয়েছেন টেন্ডুলকার। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ১০০ সেঞ্চুরি নিয়ে। এর মধ্যে ৫১টি সেঞ্চুরি টেস্টে। বাকি ৪৯টি ওয়ানডেতে। প্রতিটি সেঞ্চুরিকে দারুণ অর্জন মানলেও প্রথম সেঞ্চুরিটির স্বাদ আলাদা মনে করেন টেন্ডুলকার।

তিনি বলেন, 'একবার এক অনুষ্ঠানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, "আপনার প্রথম সেঞ্চুরি ও ১০০তম সেঞ্চুরির মধ্যে পার্থক্য কী?" আমি উত্তরে বললাম, যখন আমি প্রথম সেঞ্চুরিটি করি, তখন আমি জানতাম না যে পরে আরও ৯৯টি আসছে। আর যখন ৯৯তম সেঞ্চুরিতে আটকে ছিলাম, তখন কিছু মানুষ আমাকে পরামর্শ দেওয়া শুরু করল-কী করা উচিত আর কী-না। তারা হয়তো বুঝতেও চায়নি যে ৯৯টি সেঞ্চুরি করে এসেছি আমি। আমার প্রথম ও ১০০তম সেঞ্চুরির মধ্যে এটাই ছিল পার্থক্য।'