ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

এমন কন্ডিশন ইংল্যান্ডের জন্যেও কঠিন: রিজওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:14 শনিবার, 15 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সাউদাম্পটনের কন্ডিশনে ব্যাটিং করা ইংল্যান্ডের জন্যেও কঠিন হবে বলে মনে করছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

ম্যাচের দ্বিতীয় দিনশেষে রিজওয়ান বলেন, 'এই কন্ডিশনে ব্যাট চালানো কঠিন। উত্তর পাকিস্তানের দিকে কিছু উইকেট আছে, অনেকটা ওরকম। অ্যাবোতাবাদ বা পেশোয়ারের মতো বলতে পারেন।

তবে ক্যারিয়ারে এবারই প্রথমবার, আমি ৭৫ ওভারের পর বলে পেস দেখেছি। তারা নতুন বল নেয়ার আগ পর্যন্ত। এমনটা আমি আগে কখনো দেখিনি। ইংল্যান্ডের জন্যেও এই কন্ডিশন কঠিন হবে। তারা সহজে ব্যাটিং করতে পারবে না।'

প্রথম দিনের মতো সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনের বেশীরভাগ সময়ও গিয়েছে বৃষ্টির দখলে। দ্বিতীয় দিনে মোট খেলা হয় ৪১.২ ওভার।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত করেছে নয় উইকেটে ২২৩ রান। উইকেটে মাটি কামড়ে এখনও পড়ে আছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ১১৬ বল খেলে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। 

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।