সিপিএল

শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেন সারওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:32 বৃহস্পতিবার, 13 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হতে আর বাকি পাঁচ দিন। এমন সময়েই দুঃসংবাদ পেল জ্যামাইকা তালাওয়াশ। দলটির সহকারি কোচ রামনারেশ সারওয়ান ব্যাক্তিগত কারণে দল ছেড়ে যাচ্ছেন।

বড় দুঃসংবাদ পেলেও বসে নেই তালাওয়াশ। বিনোদ মহারাজ এবং রায়ান অস্টিনকে সহকারি কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সারওয়ানের চলে যাওয়া ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী জেফ মিলার স্থানীয় সংবাদপত্রকে বলেন, 'হ্যাঁ, এটা বড় ধরনের ক্ষতি। সারওয়ান আমাদের খেলায় অনেক কিছু যোগ করেছে।

তাঁর জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করেছে। ক্রিকেটারদের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক ছিল। তাই নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় ক্ষতি।'

১৮ আগস্ট শুরু হবে সিপিএলের এবারের আসর। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। করোনার প্রকোপের কারণে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ট্রিনিদাদ এন্ড টোবাগোতে।

ইতোমধ্যেই খেলোয়াড়, স্টাফসহ সবার করোনা পরীক্ষা করিয়েছে সিপিএলের আয়োজকরা। যদিও করোনা পজিটিভ ধরা পড়েনি কারো।