শ্রীলঙ্কা সফর

জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছে এইচপি দল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:23 বুধবার, 12 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

তিন টেস্ট খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেই সফরে জাতীয় দলের সঙ্গী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স দল (এইচপি)। মূলত জাতীয় দলের অনুশীলন সুবিধার কথা ভেবেই একসঙ্গে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন, এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয়। সবকিছু ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমানে চড়বে বাংলাদেশের প্রায় ৫০ জনের বিশাল বহর। লঙ্কা দ্বীপে পা রাখার আগে দেশের মাটিতে একটি কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

এ প্রসঙ্গে দূর্জয় বলেছেন, 'এইচপির যে ক্যাম্পটা আমাদের করার কথা ছিল। সেটা জাতীয় দলের সাহায্যের জন্য একসঙ্গে শ্রীলঙ্কাতে করার পরিকল্পনা করেছি। যাওয়ার আগে জাতীয় দল এবং এইচপির একটি কন্ডিশনিং ক্যাম্প হবে দেশে। তবে মূল ক্যাম্পটা হবে শ্রীলঙ্কাতে। জাতীয় দল যখন সিরিজে চলে যাবে তখন শ্রীলঙ্কাতে এইচপির যে সিরিজটি ছিল আমরা সেটাতে চলে যাবো।'

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বিসিবি চাইছে অনুশীলন ক্যাম্পের মূল কাজটা সেখানেই করতে। তবে শ্রীলঙ্কায় পর্যাপ্ত অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। সেই কথা ভেবেই এইচপি দলকে সঙ্গে নিতে যাচ্ছে বিসিবি।

দূর্জয় বলেছেন, 'যাওয়া তারিখটা এখন হয়তো একটু এদিক ওদিক হতে পারে। সেপ্টেম্বরের ২৩ তারিখে যাওয়ার কথা রয়েছে। জাতীয় দলের যে সফরটা আছে সেখানে শ্রীলঙ্কা ওদের জাতীয় দলের প্লেয়ারদের ছাড়া অন্য দলকে যোগ করতে চাচ্ছে না। এমনিতেও আমাদের এইচপির একটা শ্রীলঙ্কা সফর ছিল। যেহেতু সেখানে কোভিডের সংক্রমণটা একটু ভালো, তাই আমরা মনে করছি এটা শ্রীলঙ্কাতে করলে জাতীয় দলের জন্যও ভালো হচ্ছে, অনুশীলন ম্যাচগুলো আমরা জাতীয় দলের জন্য দিতে পারবো।'

জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এইচপির ক্রিকেটারদের সফরের নতুন একটি অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস দূর্জয়ের, 'এখানে আবহাওয়াটা একটু বিপক্ষে আছে। কোভিডের পরিস্থিতিও ভালো না। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে শ্রীলঙ্কা বেটার অপশন। জাতীয় দলের সাহায্য হবে আমাদেরও সাহায্য হবে। এইচপিরও একটা ভালো অভিজ্ঞতা হবে। জাতীয় দলের জন্য ওরা অনেক কম প্রস্তুতি ম্যাচ প্রস্তাব করেছে। আমাদের এইচপির প্লেয়ারদের জাতীয় দলের প্লেয়ারদের সঙ্গে খেলার এবং থাকার ভালো অভিজ্ঞতা হবে।'