ঢাকা প্রিমিয়ার লিগ

বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় সিসিডিএম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:56 বুধবার, 12 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগ চালু করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেতের অপেক্ষায় আছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এই ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গেও কোনও আলোচনা করেনি সিসিডিএম।

সিসিডিএমের মেম্বার সেক্রেটারি আলী হোসেন ডেইলি সানকে বলেন, 'প্রিমিয়ার লিগ শুরু করার ব্যাপারে আমরা বিসিবির নির্দেশনার অপেক্ষায় আছি। ক্লাবগুলোর সঙ্গে আমরা এখন পর্যন্ত কোনও সভা করিনি। যেহেতু আমরা বিসিবির দিক নির্দেশনার অপেক্ষায় আছি।'

গত মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগের এবারের আসর। এরপর কয়েকবার টুর্নামেন্টটি পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নিতে পারেনি সিসিডিএম।  

এদিকে আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও টি-টোয়েন্টি খেলার পরিকল্পনাও সাজাচ্ছে বিসিবি।

মাঠে নামার আগে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার মাটিতে বিসিবির হাই পারফরম্যান্স দলের সাথে প্রস্তুতি সারবেন জাতীয় দলের ক্রিকেটাররা- এমন সংবাদও অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। মূলত সেই সময়েই ঘরের মাঠে প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক সূচিতে নজর দিয়েছে বিসিবি। সবমিলিয়ে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে প্রিমিয়ার লিগের সম্ভাবনাকে।

এর মাঝে ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া লিগ চালুর ব্যাপারে বলা হয়েছে। যদিও বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছে সিসিডিএম।