অনূর্ধ্ব ১৯

যুব দলের দেখভাল করবেন অপি-তালহা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 বুধবার, 12 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপের কারণে লম্বা সময় ধরে ক্রিকেটীয় কার্যক্রমে নেই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ২২ আগস্ট সাভারের বিকেএসপিতে তাদের নিয়ে ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও সাজিয়েছে তারা। যদিও ক্যাম্পের শুরুতে কোচ নাভিদ নেওয়াজকে পাচ্ছে না যুবারা। নাভিদের জায়গায় যুবাদের কোচ হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। তাঁর সঙ্গে থাকবেন তালহা জুবায়ের ও মোহাম্মদ সেলিম।

শ্রীলঙ্কান কোচ নাভিদ ভিক্টোরিয়া রাজ্যে থাকেন। সেখানকার করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় লকডাউন চলছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ঢাকায় আসতে পারছেন না বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতা কোচ নাভিদ। তবে যুবাদের ক্যাম্পের শুরু থেকেই থাকছেন আকবর আলীদের বিশ্ব জয়ের আরেক কারিগর ইংলিশ ট্রেনার রিচার্ড স্টনিয়ের।

নাভিদ না থাকায় পুরো ক্যাম্পের মুল দায়িত্ব থাকবে ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপির ওপর। এছাড়া তালহা পেস বোলিং কোচ ও সেলিম ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন।

এই ব্যাপারে বয়স ভিত্তিক দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ এখনই আসতে পারছেন না। তার না আশা পর্যন্ত এই ক্যাম্পের দায়িত্বে থাকবেন মেহরাব হোসেন অপি।

তবে তিনি সহকারী কোচ হিসেবেই এই ক্যাম্পে নিয়োগ পাচ্ছেন। এছাড়াও আমরা বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরকে রাখছি। ফিল্ডিং কোচ  মোহাম্মদ মেলিম। বিদেশিদের মধ্যে ট্রেইনার রিচার্ড স্টনিয়ার থাকবেন।’

ক্যাম্প শুরুর দুই সপ্তাহ আগে থেকেই নিজেদের করোনা অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক খবর রাখবে বিসিবি। আগামি ১৫ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমীতে একত্র করা হবে তাদের।

এরপর তিন ভাগ করে তাদের করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ ফলাফল আসার পরই ক্যাম্পের টিকিট পাবেন ক্রিকেটাররা। এই ক্যাম্পের পর আগামি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল গঠন করবে বিসিবি।