তাইজুলের নতুন বোলিং অ্যাকশন

নতুন বোলিং অ্যাকশন নিয়ে তৈরি তাইজুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:13 মঙ্গলবার, 11 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার এবং বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির পরামর্শ কাজে লাগিয়ে টপ স্পিন রপ্ত করেছেন তাইজুল ইসলাম। সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভেটরির মতোই বোলিং করতে দেখা গেছে তাইজুলকে।

এর আগে রানআপ শেষে বল ছোঁড়ার আগে একটু লাফিয়ে ডেলিভারি করতেন তাইজুল। সোমবার তাঁকে শর্ট রানআপে নতুন অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। যা অনেকটা ভেটোরির ডেলিভারির মতো। তাইজুল কিছুদিন আগেই ক্রিকফ্রেঞ্জির লাইভ আড্ডায় বলেছিলেন অ্যাকশন পরিবর্তনের ব্যাপারে।

মূলত বিদেশে ভালো করতে তাইজুলকে টপ-স্পিন আয়ত্ত করতে চেয়েছিলেন। এর জন্য বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির সঙ্গেও কাজ করেছেন তিনি। এবার তারই প্রতিফলন দেখা গেল অনুশীলনে।

তাইজুল বলেছিলেন, 'বিষয়টা একটু টেকনিক্যাল, বলে বুঝানো সহজ হবে না। আমাদের দেশে টার্নিং উইকেট হলে সাইড স্পিনটা কাজে আসে কারণ এটা হয় সোজা যাবে নাহলে একটু ঘুরবে। কিন্তু আমরা যখন ফ্ল্যাট উইকেট বা ঘাসের উইকেটে খেলবো তখন টপ স্পিনটা খুব গুরুত্বপূর্ণ। এর সুবিধা হচ্ছে কোনটা ভেতরে আসছে বা কোনটা বাইরে যাচ্ছে এটা বোঝা কঠিন। এতে বাউন্স ভালো নেয় আর ফ্লাইটটা ভালো নেয়। বিশেষ করে বাইরের দেশে খেলতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ।'

'ভেটরির সঙ্গে আমার এটাই কথা হয়েছে সে বলেছে আমি দেশের জন্য পারফেক্ট আছি কিন্তু বাইরের জন্য আমাকে এটা শিখতে হবে। কারণ বিদেশের উইকেট হয় ফ্ল্যাট হয় নাহলে হয় ঘাসের। এর জন্য অনেক কিছু বদলাতে হবে বা বলাচ্ছিও। অ্যাকশনেও হালকা পরিবর্তন আসতে পারে বা ল্যান্ডিংয়েও পরিবর্তন আসতে পারে। হাতটা কোন দিক দিয়ে আসলে ভালো হবে এগুলো নিয়েই কাজ করছি।'

দেশব্যাপি লকডাউন শুরুর আগেই জানা যায় বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার জন্য তাইজুলকে টপ স্পিন শিখতে বলে গেছেন ভেটরি। তাইজুলকে কিছু মৌলিক বিষয় দেখিয়ে দিয়ে করোনার প্রকোপ শুরু হওয়ার আগমুহূর্তে নিউজিল্যান্ডে ফিরে যান ভেটরি।

লকডাউনে ক্রিকেটাররা মাঠে আসার সুযোগ না পেলেও এই সময়টা কাজে লাগান তাইজুল। যার প্রতিফলন দেখা গেল সোমবারের অনুশীলন পর্বে। বাংলাদেশের কন্ডিশনে সাদা পোশাকে তাইজুলের সাফল্যের গল্প সকলেরই জানা।

ঘরের মাঠে আকাশচুম্বী পারফর্ম করলেও বিদেশের মাটিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই স্পিনার। বাইরের দেশে ১০টি টেস্ট খেলে উইকেট নিয়েছেন মাত্র ২১টি। অছচ দেশের মাটিতে ১৯ টেস্টে বাঁহাতি এই স্পিনারের শিকার ৯৩টি উইকেট।

৯ ওয়ানডেতে ১২ উইকেট নিলেও বিদেশে ৩ ম্যাচে মাত্র একটি উইকেট আছে তাইজুলের। ২টি টি-টোয়েন্টি অবশ্য ঘরের মাঠেই খেলেছেন বাঁহাতি এই স্পিনার। তাই এবার বিদেশেও নিজেকে মেলে ধরতে কাজ করেছেন তাইজুল।