অনুশীলন

স্বস্তির মাঝেও যেন 'অস্বস্তি'!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:45 সোমবার, 10 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনাকালে মাঠের ক্রিকেট বন্ধ প্রায় ৫ মাস। সর্বশেষ এ বছরের মার্চে ব্যাট-বলের লড়াইয়ে মেতেছিলেন ক্রিকেটাররা। সেপ্টেম্বরে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল।

মাঠের লড়াইয়ে ফেরার আগে একক অনুশীলন দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন ক্রিকেটাররা। ঈদ-উল-আযহার আগে বিসিবি'র ব্যবস্থাপনায় ঢাকা ও ঢাকার বাইরে অনুশীলন করেছেন ১৩ ক্রিকেটার। 

ঈদের পর শনিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন। যেখানে পুরুষদের পাশাপাশি যুক্ত হয়েছেন ৯ প্রমীলা ক্রিকেটার। মিরপুরে একক অনুশীলন শুরু করেছেন দুজন নারী ক্রিকেটার। 

বিসিবির সূচিতে চারজন থাকলেও শুধু জাহানারা আলম ও নাহিদা আক্তার অনুশীলনে এসেছেন। এদিন রানিং ও জিম করেছেন এই দুই বোলার। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে স্বভাবতই সবার মতো রোমাঞ্চিত নাহিদা। তবে এই রোমাঞ্চের মাঝেও ছিল খানিকটা অস্বস্তি। 

কারণ পাঁচ মাস পর অনুশীলনে জিম-বোলিং করতে একটু কষ্ট হয়েছে এই বাঁহাতি এই স্পিনারের। তিনি বলেন, 'অনেক দিন পর মাঠে আসতে পেরে খুবই ভালো লাগছে, দীর্ঘ পাঁচ মাস পর আমরা মাঠে আসছি, অনুশীলন করেছি, জিম-বোলিং করেছি।' 

'যদিও একটু কষ্ট হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্য। করোনা পরিস্থিতিতে বিসিবি যে নির্দেশনা দিয়েছিল, বাড়িতে সেগুলো টুকটাক করেছি। এখন মাঠে যে করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ', আরও যোগ করেন তিনি।

জুলাইয়ের ১৯ তারিখ থেকে বিসিবি'র ব্যবস্থাপনায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করে আসছেন নাঈম হাসান। প্রথম ধাপের অনুশীলন করেছেন এক সপ্তাহ। দ্বিতীয় ধাপের তৃতীয় দিন আবারও অনুশীলন শুরু করেছেন তিনি।

অনেকদিন পর আবারও শুরু করে অস্বস্তি লেগেছে নাঈমেরও। তিনি বলেন, 'আমরা শুরু করেছিলাম রানিং, জিম দিয়ে। কুরবানের পর বোলিংও যোগ হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে। কুরবানির আগে রানিং, জিম করা হয়েছিল, ফিটনেসে উন্নতি হচ্ছে।' 

'সাথে বোলিং এড হয়েছে, খুব ভালো লাগছে। আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। অনেকদিন পর আসছি, বোলিং করছি। একটু অস্বস্তি লাগছিল। যদি ধারাবাহিকভাএ অনুশীলন করি তবে আগের জায়গায় দ্রুত ফিরতে পারবো', আরও যোগ করেন নাঈম।