বাংলাদেশ ক্রিকেট

আইসোলেশনে রেখে তামিম-মুশফিকদের করোনা পরীক্ষা করবে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:44 সোমবার, 10 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। যদিও এই ব্যাপারে এখনই কিছু চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলেই ঘরের মাটিতে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করবে বিসিবি।

সোমবার বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'জাতীয় দলের চূড়ান্ত ক্যাম্প আমরা যখন সূচি চূড়ান্ত করবো তখনই ঠিক করতে পারব।

সম্ভাব্য যে পরিকল্পনা তাতে সেপ্টেম্বরের শেষের দিকে যদি আমরা শ্রীলঙ্কা সফর করি সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের আগেই এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে।'

শ্রীলঙ্কা সফরের দলের সম্ভাব্য সদস্যদের শারীরিক অবস্থা অ্যাপের মাধ্যমে তদারক করছে বিসিবি মেডিক্যাল টিম। ক্যাম্পে ক্রিকেটারদের একত্র করার আগে আইসোলেশনে রেখে করোনা পরীক্ষা করানো হবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। এরপরই ক্যাম্পের টিকিট মিলবে ক্রিকেটারদের।

নিজাম উদ্দিন আরও বলেন, 'জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের অধীনে নিয়ে আসা হয়েছে।  তবে  কোভিড-১৯ ওয়েলবিং অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট।

যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আইসোলেশনে রেখে করোনা টেস্টটা করবো। তারপরেই তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।'

চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনার প্রকোপের কারণে সিরিজটি স্থগিত করে বিসিবি।

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার ফলে সিরিজটি নিয়ে আবারও আলোচনায় বসে দুই দেশের ক্রিকেট বোর্ড।