বাংলাদেশ ক্রিকেট

দ্রুতই আগের রূপে ফিরে যেতে চান নাঈম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:55 সোমবার, 10 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটারদের দ্বিতীয় পর্বের একক অনুশীলন শুর হয়েছে শনিবার থেকে। দ্বিতীয় পর্বে এসে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রানিংয়ের পাশাপাশি বোলিংয়ের সুযোগ পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। দীর্ঘ সময় পর বল করে বেশ উৎফুল্ল দেখা গেছে এই অফ স্পিনারকে।

একই সঙ্গে লম্বা সময় পর স্টেডিয়ামে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যার কথাও জানান তিনি।

নাঈম বলেন, 'চার মাস পর অনুশীলনে এসেছি, খুব ভাল লাগতেছে। কারণ গ্রাউন্ডে প্র্যাকটিস করা হয়না সাধারণত। আমাদের বাসার মধ্যে জিম, রানিং যতটুকু পেরেছি ফিটনেস ধরে রাখার জন্য ট্রাই করছি। এখন যখন গ্রাউন্ডে আসছি খুব ভালো লাগছে কারণ আমাদের তো সবসময় গ্রাউন্ডেই থাকা হয়। আর একটু নতুন নতুন লাগতেছিল প্রথম দিকে।'

দ্বিতীয় পর্বে এসে বোলিং যোগ হওয়ায় অনুশীলন করে আগের রূপে ফিরতে বদ্ধপরিকর তরুণ এই স্পিনার। তিনি মনে করেন ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে খেলা বন্ধ হবার পূর্বের বোলিংয়ে ফিরে যেতে পারবেন।

'আমরা শুরু করেছিলাম রানিং, জিম দিয়ে। কুরবানের পর বোলিংও এড হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে। কুরবানির আগে রানিং, জিম করা হয়েছিল, ফিটনেসে ইম্প্রুভ হচ্ছে। সাথে বোলিং এড হয়েছে, খুব ভালো লাগছে।'

'আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। অনেকদিন পর আসছি, বোলিং করছি। একটু আনইজি লাগছিল। যদি ধারাবাহিকভাবে অনুশীলন করি তবে আগের জায়গায় দ্রুত ফিরতে পারবো।'