শ্রীলঙ্কা সফর

ফরম্যাট চূড়ান্ত হলেই শ্রীলঙ্কা সফরের সূচি তৈরি করবে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:47 সোমবার, 10 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আসন্ন এই সফরে টি-টোয়েন্টি খেলা হবে কি হবে না এটা নিয়ে দুই বোর্ডের আলাপ আলোচনা চলছে এখনও। এগুলো নিশ্চিত হলেই সফরের সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেছেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে। সাথে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে যেটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবো।'

চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনার কারণে সিরিজটি স্থগিত করে বিসিবি। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার ফলে সিরিজটি নিয়ে আবারও আলোচনায় বসে দুই বোর্ড।

সিরিজের সূচি তৈরি প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, 'সূচির তারিখগুলো আমরা এখনো চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে সেটা চূড়ান্ত করেই তারিখগুলো ফাইনাল করবো।'