ইংল্যান্ড ক্রিকেট

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:52 সোমবার, 10 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

সময়টা ভালো যাচ্ছে না জেমস অ্যান্ডারসনের। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল, হতাশার কারণে এবার অবসরের সিদ্ধান্তই নিয়ে নিতে পারেন টেস্টে ক্রিকেটের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ এই উইকেট শিকারি।

সোমবার (১০ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যান্ডারসন অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে তিনি মাঠে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, 'না এমন কিছু না, একে বারেই না। ব্যক্তিগত ভাবে এটা আমার একটি হতাশার সপ্তাহ ছিল। কারণ আমি খুব ভালো বোলিং করিনি। আমি ছন্দে নেই। সম্ভবত দশ বছরের প্রথম আমি মাঠে এতোটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।'

ইংল্যান্ড দলের নির্বাচকরাও অ্যান্ডারসনের উপর আস্থা রাখতে পারছেন না। জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস কিংবা ক্রিস ওকসরা ম্যাচ জেতানো স্পেল উপহার দিলেও অ্যান্ডারসন চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে পারছেন না।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে অ্যান্ডারসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও দ্বিতীয় ম্যাচে বিশ্রামের নামে বাদ দেয়া হয়েছিল তাঁকে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে কেবল একটি উইকেট পেয়েছেন তিনি। অ্যান্ডারসন জানিয়েছেন, হতাশার কারণে তিনি জোরে বোলিং করছিলেন পাকিস্তানের বিপক্ষে। তবে এটা কাজে লাগেনি।.

৩৮ বছর বয়সী এই পেসার বলেন, 'হতাশ হতে শুরু করেছি, কিছুটা এমনই হয়েছে। যখন খেলা শুরু করেছিলাম এটা তখনকার কথা মনে করিয়ে দিচ্ছে। যখন আপনি হতাশ হবেন, তখন রেগে যাবেন, জোরে বোলিংয়ের চেষ্টা করবেন এবং এটা মাঠে কোনো কাজে লাগবে না।'