বাংলাদেশ ক্রিকেট

নতুন উদ্যমে এগিয়ে যেতে চান সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:51 সোমবার, 10 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

গত ৬ আগস্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪তম বছরে পা দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার সামনের দিনগুলোতেও এগিয়ে যেতে চান নতুন উদ্যমে।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন সাকিব। শিরোনামে লেখেন, 'দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। 

আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।'

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। এর মধ্যে এক বছরের সাজা হলো স্থগিত নিষেধাজ্ঞা।

নিষিদ্ধ হওয়ার আগে গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর বাংলাদেশ দল ভারত সফরের যাওয়ার আগে নিষিদ্ধ হন এই অলরাউন্ডার। বর্তমানে স্ত্রী ও দুই কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনুশীলনে ফিরবেন তিনি। সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করার কথা রয়েছে তাঁর।