বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

দুই একদিনের মধ্যেই শ্রীলংকা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 21:23 রবিবার, 09 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত এখনও না আসলেও সেই পথেই এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। একই সঙ্গে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) থেকে সবুজ সংকেতের অপেক্ষা করছে বিসিবি যা কিনা শীঘ্রই জানাবে এসএলসি।

রবিবার (৯ আগস্ট) এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শনিবার (৮ আগস্ট) আমাকে ফোন দিয়েছিলেন এবং আমি তার সঙ্গে শ্রীলংকা সফরের বিষয়ে আলোচনা করেছি। এক কি দুইদিনের ভেতরই এটি চূড়ান্ত হবে তিনটি টেস্টের সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে কি না।'

'তারা সিরিজ আয়োজনের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং এরপর আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে। সফর চূড়ান্তের পর আমরা দল ঘোষণা করবো এবং ২০ সেপ্টেম্বরের ভেতর শ্রীলংকা যেতে করণীয় বিষয়াদি সম্পাদন করবো।'

উল্লেখ্য করোনার প্রভাবে সিরিজটি আপাতত স্থগিত রাখা হয়েছিল দুই বোর্ডের সম্মতিক্রমে।