বাংলাদেশ ক্রিকেট

লঙ্কা সফরের পরই মাঠে গড়াবে ডিপিএল!

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 20:20 রবিবার, 09 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রভাবে গেল মার্চ থেকে বন্ধ দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি বন্ধ রয়েছে সকল ঘরোয়া লিগও। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলংকা সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেটাররাও ফিরেছেন মাঠে। এমন অবস্থায় শীঘ্রই ঘরোয়া লিগ পুনরায় শুরু করতে চায় বিসিবি।

রবিবার (৯ আগস্ট) এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামউদ্দিন বলেন, 'আমরা শনিবার একটি অনানুষ্ঠানিক সভা করেছি। সেখানে আমরা শ্রীলংকা সফর, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা করেছি।'

'আমরা শ্রীলংকা সফর শেষ করেই ঘরোয়া ক্রিকেট শুরু করবো। যদিও আমাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই এখনই আমরা ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনো পরিকল্পনা করতে পারছি না।'

বিসিবি কর্মকর্তাদের মতে, ২০ সেপ্টেম্বরের পরে শ্রীলংকা সফরের পরিকল্পনা রয়েছে বোর্ডের। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে অক্টোবরের মাঝামাঝি সময়ে টেস্ট সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে, তারা শ্রীলঙ্কা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিসিবি।