করোনা পরিস্থিতি

করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:32 শনিবার, 08 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন ও তাঁর মা হামিদা মুর্তজা বলাকা কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে নড়াইলে। মাশরাফির পরিবার ও আত্মীয় মিলিয়ে চারজনের ধরা পড়ল এই ভাইরাসটি।

আবদুল মোমেন বলেন, 'সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা বঙ্গবন্ধু স্কোয়াডের সভাপতি গোলাম মোর্তুজা স্বপনসহ তার পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।'

করোনার সঙ্গে যুদ্ধে জিতেছেন মাশরাফি। গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর ১২ জুলাই পরীক্ষা করালে ১৪ জুলাই রাতে রিপোর্ট নেগেটিভ আসে তাঁর।

মাশরাফি ছাড়াও তাঁর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছিলেন, পরবর্তীতে সুস্থ হয়েছিলেন তারা।