বাংলাদেশ ক্রিকেট

অনুশীলনে আসা ক্রিকেটারদের করোনা পরীক্ষা অযৌক্তিক: দেবাশীষ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:44 শনিবার, 08 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন সেশনে ক্রিকেটারদের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও তাদের করোনাভাইরাস পরীক্ষা করানো সম্ভব হবে না বলে মনে করেন দেবাশীষ চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই অভিজ্ঞ চিকিৎসক এর পেছনে একটি মোক্ষম যুক্তিও দিয়েছেন।

দেবাশীষের মতে ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুশীলন শেষে বাসায় ফেরার সময় নতুন করে ঝুঁকির মুখে পড়তে হবে ক্রিকেটারদের। সেকারণে অনুশীলনে অংশ নেয়া ক্রিকেটারদের কোভিড ১৯ পরীক্ষা করানোর কোনো যৌক্তিকতা দেখছেন না তিনি। 

দেবাশীষ বলেছেন, 'এর সুবিধা কি হবে? করোনা পরীক্ষার পেছনে যৌক্তিকতা কি? আপনি পরীক্ষা করাবেন যখন খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা ঠিক। এরপর কি আপনি প্রতিদিন ক্রিকেটারদের পরীক্ষা করাবেন? খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুশীলন শেষে নিজ নিজ বাসায় যাবে। আপনি এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাদের জন্য এক্ষেত্রে আপনি কি করতে পারবেন?' 

এক্ষেত্রে অবশ্য একটি সম্ভাব্য করণীয় বাতলে দিয়েছেন বিসিবি চিকিৎসক। দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে অংশ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি ক্রিকেটারদের। দেবাশীষের ভাষ্যমতে, 'আমরা তাহলে কি করতে পারি? আমাদের মাঝখানে দূরত্ব রাখতে হবে এবং সময় মেনে চলতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন অনুশীলন চলাকালীন খুব বেশি মানুষ একসঙ্গে না থাকে। একই সঙ্গে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।' 

ঈদ-উল আজহার আগে দেশের বিভিন্ন ভেন্যুতে এক প্রস্তর অনুশীলন কার্যক্রম সম্পন্ন করেছেন জাতীয় দলর ক্রিকেটাররা। ঈদের পর আজ থেকে আবারো শুরু হয়েছে তাঁদের এই ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েই মাঠে নেমে পড়েছেন খেলোয়াড়েরা।