আইপিএল

নিয়মের মারপ্যাঁচে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:34 শনিবার, 08 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে আরব আমিরাতে পা রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সেক্ষেত্রে কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ দলকে একজন সদস্য করে বাদ দিতে হবে।

কেননা এই তিন ফ্র্যাঞ্চাইজিতেই বর্তমান খেলোয়াড়ের সংখ্যা ২৫। পূর্বের নিয়ম অনুযায়ী স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার করে রেখেছে দল তিনটি। আইপিএলের ১৩তম আসর শুরুর আগে তাই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে দলগুলোকে।

সেপ্টেম্বরের ১৯ তারিখে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। করোনার প্রকোপের মাঝে নিয়মনীতিও অন্যান্য বছরের তুলনায় কিছুটা কঠিন।

আরব আমিরাতের নেটে অনুশীলন করার আগে অন্তত পাঁচবার করোনা পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। আসর শুরুর অনেক আগ থেকে থাকতে হবে কোয়ারেন্টিনে।

চলতি বছরের ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তখন তা আয়োজন করা আর সম্ভব হয়নি।