ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

ম্যানচেস্টারে ইংলিশ বোলারদের আধিপত্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 শনিবার, 08 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন পাকিস্তান ওপেনার শান মাসুদ। ১৫৬ রানের সেই ঝলমলে ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। একই সঙ্গে টানা তিন টেস্টে সেঞ্চুরি করে রেকর্ডের খাতাতেও নাম লেখান এই ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

তবে প্রথম ইনিংসে যতটা উজ্জ্বল, দ্বিতীয় ইনিংসে ততটাই ম্রিয়মান শান মাসুদ। ১১টি বল খেলে রানের খাতা খোলার আগেই স্টুয়ার্ট ব্রডের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। মাসুদের এই ব্যর্থতা যেন দ্বিতীয় ইনিংসে গোটা দলের ব্যাটিংয়ের প্রতীকী চিত্র। কারণ স্বাগতিকদের চেয়ে ১০৭ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে একের পর আসা যাওয়ার মিছিল শুরু হয় ব্যাটসম্যানদের।

ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকসদের আগুনে বোলিংয়ের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি কেউ। ফলে তৃতীয় দিন ৮ উইকেটে মাত্র ১৩৭ রান নিয়ে খেলা শেষ করে সফরকারী পাকিস্তান। ইংল্যান্ডের চেয়ে ২৪৪ রানে এগিয়ে থাকলেও এই লিড যে খুব বেশিদূর বাড়ানো সম্ভব হবে না আজহার আলীদের পক্ষে তা সহজেই ঠাওর করা যায়। কারণ ক্রিজে অপরাজিত আছেন দুই টেল এন্ডার ব্যাটসম্যান ইয়াসির শাহ (১২) এবং মোহাম্মদ আব্বাস (০)। ইংল্যান্ডের অভিজ্ঞ বোলিং লাইন আপের সামনে চতুর্থ দিন কতটা সময় তাঁরা টিকতে পারবেন সেটাই দেখার বিষয়। 

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করতে সক্ষম হন ডানহাতি ব্যাটসম্যান আসাদ শফিক, যদিও ডম সিবলির একটি থ্রোতে রান আউটের শিকার হওয়ায় ইনিংস লম্বা করতে পারেননি তিনি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২৭ এবং ওপেনার আবিদ আলী ২০ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান ব্রড, স্টোকস এবং ওকস। আর একটি উইকেট নেন ডম বেস। 

এর আগে ওল্ড ট্রাফোর্ডে শুরু হওয়া এই টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। এরপর ব্যাটিং করতে নেমে এই ইনিংসেও ইংল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর শান মাসুদের দেড়শ ঊর্ধ্ব ইনিংসের সুবাদে কিছুটা স্বস্তি পায় পাকিস্তান। ৬৯ রানের ইনিংস খেলে মাসুদকে দারুণ সঙ্গ দেন বাবর আজমও।  এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানের ব্যাট থেকে আসে ৪৪ রান। সবমিলিয়ে ১০৯.৩ ওভার খেলে ৩২৬ রানের মাঝারি পুঁজি পায় পাকিস্তান। 

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড এবং ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জফরা আর্চার। আর ক্রিস ওকস ২টি ও জেমস অ্যান্ডারসন এবং ডম বেস একটি করে উইকেট নেন। পাকিস্তানের এই রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডও। লেগ স্পিনার ইয়াসির শাহর ঘূর্ণি বোলিংয়ে ২১৯ রানে অলআউট হয় তারা। ৬৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ইয়াসির।

উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আব্বাস এবং শাদাব খানও। ২টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপে ধ্বস নামাতে অবদান রাখেন তারা। স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অলি পোপ। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া ২৯ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পেস বোলিং অলরাউন্ডার ব্রড।  

সংক্ষিপ্ত স্কোরঃ (তৃতীয় দিন শেষে) 

পাকিস্তান প্রথম ইনিংসঃ ৩২৬/১০ (১০৯.৩ ওভার) (মাসুদ ১৫৬, বাবর ৬৯; ব্রড ৩/৫৪, আর্চার ৩/৫৯)

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২১৯/১০ (৭০.৩ ওভার) (পোপ ৬২, বাটলার ৩৮; ইয়াসির ৪/৬৬, আব্বাস ২/৩৩) 

পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ১৩৭/৮ (৪৪ ওভার) (শফিক ২৯, রিজওয়ান ২৭; ব্রড ২/২৩, স্টোকস ২/১১)