সিপিএল

সিপিএলে ১৬২ জনের করোনা নেগেটিভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 শুক্রবার, 07 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরুর আগমুহূর্তে ক্রিকেটার, ম্যাচ অফিসিয়ালস ও টিম ম্যানেজমেন্টের সদস্য মিলিয়ে ১৬২ জনের করোনা পরীক্ষা করিয়েছে আয়োজকরা। সবার ফলাফল নেগেটিভ এসেছে। 

সিপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'অফিসিয়াল হোটেলে তাদের এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। কয়েকদিন পর তাদের আবারও পরীক্ষা করানো হবে।

কারো যদি করোনা ধরা পড়ে তাহলে তাকে অফিসিয়াল হোটেলের বাইরে অন্য কোথাও আইসোলেশনে রাখা হবে। তবে এই মুহূর্তে যারা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো তে অবস্থান করছে তারা সবাই করোনা মুক্ত।'

১৮ আগস্ট শুরু হবে সিপিএল, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আসর শুরুর আগে আরও দুইবার করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি স্টেডিয়ামে দর্শকশুন্য পরিবেশে আয়োজন করা হবে এবারের সিপিএল। আসরটিকে করোনামুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সিপিএলের অপারেশন ডিরেক্টর মাইকেল হল।

তিনি বলেন, 'আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকের কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিপিএলের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।'