অনূর্ধ্ব ১৯

শেখ কামালের নামে যুবাদের টুর্নামেন্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:21 বৃহস্পতিবার, 06 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামাল। এবার তাঁর নামে নামকরণ করা হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগের।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এই আসরটির নাম দেয়া হয়েছে 'শহিদ শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ'। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এক ভিডিও বার্তায় পাপন বলেন, 'যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া তিনি আমাদের সকলের প্রিয় কামাল ভাই। ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ স্বীকৃতি স্বরূপ এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আমরা ঠিক করেছি আমাদের যে ইয়ুথ ক্রিকেট লিগটি হতো সেটি এখন থেকে নাম করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।'

চার দলের অংশগ্রহণে যুবাদের এই লিগ আয়োজন করা হবে। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের দায়িত্বে থাকা এই টুর্নামেন্টটির প্রতি রাউন্ডে একটি চার দিনের ম্যাচ এবং একটি ওয়ানডে ম্যাচ হবে। 

পাপন আরও বলেন, 'প্রতি বছর বিসিবি সারা বাংলাদেশকে চারটি জোনে ভাগ করে এই টুর্নামেন্টটি আয়োজন করবে এবং এখান থেকে প্রতিভাবান ছেলে যাদেরকে আমরা পাবো তাদেরকে অনূর্ধ্ব ১৯ দলের জন্য বাছাই করা হবে।'

গত ৫ আগস্ট ছিল শেখ কামালের জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে সেদিন বাদ জোহর বিসিবি কার্যালয়ে পবিত্র কোরআন পাঠ, মিলাদ মাহফিল ও দুঃস্থদের খাবারের ব্যবস্থা করে বিসিবি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন পাপন।

যুবাদের এই আসর প্রসঙ্গে পাপন আরও বলেন, 'এটা মূলত পাইপ লাইনটিকে শক্তিশালী করার জন্য এবং এটা করার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের অনূর্ধ্ব ১৯ দলটি এত বড় সাফল্য এনে দিয়েছে (বিশ্বকাপ জয়)। এটা আমরা ধরে রাখতে চাইছি। আমরা যেন সামনেও আরো ভালো ভালো প্রতিভাবান ক্রিকেটারকে বের করতে পারি।

এর জন্য ইয়ুথ ক্রিকেট লিগের উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছি। আমার মনে হয় কামাল ভাই থাকলে অনেক খুশি হতো যে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে বড় খুশির খবর ওনার জন্য আর কি হতো বলেন?'