বাংলাদেশ ক্রিকেট

কারস্টেনের সঙ্গে মুশফিকদের ভার্চুয়াল সভা সার্থক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 বুধবার, 05 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আজ বুধবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটসম্যান গ্যারি কারস্টেনের সঙ্গে একটি অনলাইন সভায় যোগ দেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ফিজিক্যাল পারফরম্যান্স ইউনিটের প্রধান নিক লি।

সভা চলাকালীন টাইগারদের নানা বিষয়ে দীক্ষা দিয়েছেন কারস্টেন। হাই প্রোফাইল এই কোচের পরামর্শ সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস করছেন টাইগাররা।   

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকেটার ভার্চুয়াল এই সভা শেষে বলেছেন, 'তিনি (কারস্টেন) অনেক কিছু নিয়ে কথা বলেছেন এবং আমরা আশা করি তাঁর পরামর্শ সামনে অনেক সাহায্য করবে আমাদের।' 

তাবৎ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কোচ কারস্টেন। প্রোটিয়া এই কিংবদন্তীর তত্ত্বাবধানেই ২০১১ সালে বিশ্বকাপ জয় করে ভারত। দায়িত্বে থাকাকালীন ভারতকে টেস্ট ক্রিকেটের এক নম্বর দল হিসেবেও প্রতিষ্ঠিত করেন তিনি। 

এর আগে চান্দিকা হাথুরুসিংহের বিদায়ের পর বাংলাদেশের কোচিং স্টাফ নিয়োগে পরামর্শকের দায়িত্ব পালন করেন কারস্টেন। সম্প্রতি বাংলাদেশের বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে মুশফিক-মুমিনুলদের সঙ্গে অনলাইন সভায় যোগ দেন ৫২ বছর বয়সী এই প্রোটিয়া কোচ।