বিশ্ব ক্রিকেট

টেস্টেও পায়ের নো ধরবেন থার্ড আম্পায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:51 বুধবার, 05 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৬ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে প্রথমবার পরীক্ষামূলকভাবে পায়ের 'নো' বলের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল থার্ড আম্পায়ারকে। এরপর ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজে পায়ের 'নো' বল দেখার দায়িত্ব ছিল থার্ড আম্পায়ারের।

এবার টেস্ট ক্রিকেটেও 'নো বল' ধরার এই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট সিরিজে পায়ের ‘নো বল’ ডাকবেন থার্ড আম্পায়ার।

বুধবার (৫ আগস্ট) এক টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ইংল্যান্ড পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচে টেস্ট সিরিজ শুরু হবে আজ বুধবার (৫ আগস্ট) ম্যানচেস্টারে।

এ প্রসঙ্গে আইসিসি লিখেছে, 'আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে দুই দলের সম্মতিতে সামনের পায়ের "নো বল" এর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে। এই তিন টেস্টে প্রযুক্তিটির পারফরম্যান্স পর্যালোচনা করে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে এটির ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

নিয়ম অনুযায়ী, প্রতিটি বলের পর বোলারের সামনের পায়ের অবস্থান দেখে মাঠের আম্পারের সঙ্গে কথা বলবেন থার্ড আম্পায়ার। এক্ষেত্রে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছাড়া 'নো বল' ডাকতে পারবেন না মাঠের আম্পায়ার।