আইপিএল

ক্ষমা চেয়েও আইপিএলে ধারাভাষ্যে নেই মাঞ্জরেকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:03 বুধবার, 05 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

চলতি বছরের মার্চে হঠাৎ করেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেয়া হয়ে সঞ্জয় মাঞ্জরেকারকে। বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে বিসিসিআইয়ের আস্থা হারান এই স্বনামধন্য ক্রিকেট বিশ্লেষক। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে আবারও ধারাভাষ্যে ফিরতে চেয়েছিলেন মাঞ্জরেকার। এ কারণে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। তবে তাতে মন গলেনি বিসিসিআইয়ের।

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলের ধারাভাষ্যকার তালিকায় নাম নেই মাঞ্জরেকারের। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে যারা ধারাভাষ্যে থাকবেন তাদের ইতোমধ্যে চিঠি দিয়ে নিশ্চিত করা হয়েছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, এরই মধ্যে আইপিএলের ধারাভাষ্যের জন্য চিঠি পেয়েছেন হার্শা ভোগলে, মুরালি কার্তিক এবং লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। সেই চিঠি পাননি মাঞ্জরেকার।

বোর্ডের কাছে ক্ষমা চেয়ে মাঞ্জরেকার লিখেছিলেন, ‘যে কেউ আমার ধারাভাষ্য অনুসরণ করলে বুঝতে পারবে যে এসব নিয়ে কোনো বাজে ইচ্ছে আমার নেই। এটা তো সেই ক্রিকেট, যে খেলাটা আমার এবং আমার বাবাকে অনেক কিছু দিয়েছে। আমার মন্তব্য ও মতামত ভুল হতে পারে। কিন্তু তা কাউকে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে না। আমি শুধু সেরা পারফরম্যান্সেরই পক্ষেই কথা বলি, সেটা দল বা খেলোয়াড় যেই হোক না কেন।’

২০১৯ বিশ্বকাপে রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন মাঞ্জরেকার। গত বছর আরেক ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে বিতর্কিত আচরণ করেও খবরের জন্ম দিয়েছিলেন ভারতের হয়ে ৩৭ টেস্ট ও ৭৪ ওয়ানডে খেলা ব্যাটসম্যান।