বাংলাদেশ ক্রিকেট

মাঠে নামলেই পুরনো রূপে ফিরবে ক্রিকেটাররা: বাশার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:19 সোমবার, 03 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

গত জুন মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সফরটি স্থগিত করা হয়। চলতি বছর শ্রীলঙ্কা যেতে পারবে কিনা বাংলাদেশ সেটি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।

 

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি নিয়ে সন্দিহান। তবে তাঁর বিশ্বাস মাঠে ফিরতে পারলে দ্রুতই পুরনো রূপে উঠে দাঁড়াতে পারবেন তামিম-মুশফিকরা। একই সঙ্গে করোনাভাইরাসের চ্যালেঞ্জও সামলে উঠতে সক্ষম হবেন তাঁরা। 

বাশার বলেন, ‘আমরা এখনো কোনো দল ঘোষণার কথা ভাবতে পারিনি। কারণ আমাদের সামানে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। যদি শ্রীলঙ্কা সফর হয় তবেই আমাদের কাজ শুরু হবে। করোনা ভাইরাসের যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে আমার ধারণা ক্রিকেটটা মাঠে ফিরলে তা বাংলাদেশ সহজেই মানিয়ে নিতে পারবে। আমার ধারণা মাঠে নামলে সব আগের মতোই হবে।’

করোনাকালে মাঠে ফেরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উভয় দলের জন্যই সমান চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। তাঁর মতে লঙ্কানরা আগে অনুশীলনে ফিরলেও কোনো অংশে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেই তারা।

বাশারের ভাষায়, 'আমি মনে করি আমাদের জন্য যে চ্যালেঞ্জ হবে। শ্রীলঙ্কার জন্যও তাই। মনে হচ্ছে ওরা আগে অনুশীলন শুরু করেছে তাই এগিয়ে থাকবে, আসলে তা নয়। ওরা কিন্তু মাঠের ক্রিকেট শুরু করেনি। যদি করে সেটি আমাদের সামনেই করতে হবে। তাই আমি মনে করি দুই দলের জন্য অবস্থা একইরকম। এতে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই।'

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে। সেই সিরিজে করোনাকালের নানা নিয়মনীতি মেনে খেলতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। হাবিবুল বাশারের বিশ্বাস টিভিতে ম্যাচগুলো দেখার পর আইসিসির নতুন নিয়ম সম্পর্কে ধারনা পেয়েছেন সকলে। তাই পরবর্তীতে মাঠে নামলে খুব একটা সমস্যা হবে না ক্রিকেটারদের।

বাশার বলেছেন, 'দেখুন সবাই কিন্তু বাসায় বসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখেছে। সেখানে যে সব বদল এসেছে তার সম্পর্কে একটা ধারণাও তৈরি হয়েছে সবার। ঐ দুই দলও কিন্তু নতুন নিয়মগুলো মাঠে নেমেই মানিয়ে নেয়ার চেষ্টা করেছে। আমি বলবো আমাদের জন্যও তাই হবে। মাঠে যখন ক্রিকেট শুরু হবে তখন এসব নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেয়া হবে সময়ের ব্যাপার মাত্র। কারণ প্রফেশনাল ক্রিকেটাররা এই সব পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অভ্যস্ত।'