ভারতীয় ক্রিকেট

বিদেশি লিগে নামই লেখাননি ইরফান!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 সোমবার, 03 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোথাও খেলার অনুমতি দেয় না। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডে হতে চলা দ্য হান্ড্রেড কম্পিটিশন কোনোটাতেই খেলতে পারেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা।

মাঝে সুরেশ রায়না-রবিন উথাপ্পার মতো জাতীয় দলের অনিয়মিত ক্রিকেটাররা বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোয় অংশ নেয়ার বিষয়ে আগ্রহও দেখিয়েছিলেন। বোর্ডের নিকট আবেদনও করেছিলেন যেন এই বিষয়ে ভাবা হয়। যদিও বোর্ড থেকে কোনো সাড়া মেলেনি।
 
এ নিষেধাজ্ঞা ভঙ্গ করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন ভারতের দুই ক্রিকেটার আসাদ আহমেদ ও প্রবীণ তাম্বে। তাদের মতো লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লেখান ইরফান পাঠান- এমন সংবাদও ছড়িয়ে পড়ে ভারতের গণমাধ্যমগুলোতে। জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'র প্রতিবেদনেও এসেছিল এমনটা।

যদিও ইরফান নিজেই দাবি করেছেন এমন সংবাদ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, 'ভবিষ্যতে আমি বিশ্বের অন্যান্য লিগগুলোতে খেলতে চাই। এই মুহূর্তে আমি কোনো লিগ খেলার ব্যাপারে নিশ্চয়তা দেইনি।'

অবশ্য ইরফানের ক্ষেত্রে বোর্ডের নিয়ম ভাঙার প্রশ্ন আসবে না। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র সেসব খেলোয়াড়দেরই বিদেশের লিগ খেলতে দেয় না, যারা এখনও ভারতের ঘরোয়া ক্রিকেট খেলছে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ইরফান। তিনি চাইলে ২৮ আগস্ট শুরু হওয়া এলপিএলের প্রথম আসরে খেলতে পারতেন কোনো ঝামেলা ছাড়াই।