বাংলাদেশ ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের বলিদান প্রিমিয়ার লিগ?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:16 বৃহস্পতিবার, 30 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত এখনও না আসলেও সেই পথেই এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার পরিকল্পনাও সাজাচ্ছেন তারা। মাঠে নামার আগে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার মাটিতে বিসিবির হাই পারফরম্যান্স দলের সাথে প্রস্তুতি সারবেন জাতীয় দলের ক্রিকেটাররা- এমন সংবাদও অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে। এদিকে প্রথম রাউন্ড অনুস্থিত হওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগও আর মাঠে গড়ায়নি। সবমিলিয়ে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে প্রিমিয়ার লিগের সম্ভাবনাকে!

এ নিয়ে ডিপিএলে আবাহনী দলের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, 'জাতীয় দল শ্রীলঙ্কায় গেলে ডিপিএল হওয়ার কোনও সম্ভাবনা দেখি না আমি। এইচপিও যদি যায়, তাহলে সব মিলিয়ে ওই সময়ে ৫০ জন ক্রিকেটার থাকবে না। ডিপিএল তাহলে হবে কীভাবে?'

বরাবরই জাতীয় দলের ক্রিকেটারে ভরপুর থাকে আবাহনী। এবারও তার ব্যতিক্রম নয়। মুশফিকুর রহিম থেকে শুরু করে তরুণ নাঈম শেখ- অনেকেই আছেন এই দলে।

জাতীয় দলের ক্রিকেটাররা যদি শ্রীলঙ্কা যায় এবং এর পাশাপাশি যদি এইচপি দলও যায় তাহলে একাদশ সাজানোই কষ্ট হয়ে পড়বে আবাহনীর জন্য।

এই বাস্তবতা দেখিয়ে দিলেন সুজন, 'লিটন, মুশফিক, মোসাদ্দেক, শান্ত, নাঈম শেখ, আফিফ, সাইফউদ্দিন ও তাইজুলরা যদি শ্রীলঙ্কায় চলে যায়, তাহলে আবাহনীর জন্য একাদশ সাজানো মুশকিল হয়ে যাবে। এভাবে তো আমার পক্ষে খেলা সম্ভব হবে না।'

অথচ প্রিমিয়ার লিগ দেশের অসংখ্য ক্রিকেটারের রুটি-রুজির উৎস। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সবাই নির্ভরশীল এই লিগের ওপরেই। আসরটি না হলে এই মৌসুমের টাকাও পাবেন না তারা। তাই প্রিমিয়ার লিগ চালু হওয়ার ব্যাপারে সবসময়ই সচেষ্ট ছিলেন ঘরোয়া পর্যায়ের ক্রিকেটাররা।

যদিও আসরটির অন্যতম সেরা দল আবাহনীর অবস্থান ভিন্ন। শ্রীলঙ্কা সফরে ৫০ জনের বহর চলে গেলে প্রিমিয়ার লিগের কোনও সম্ভাবনাই দেখেন না সুজন।

নিজেদের স্বপক্ষে যুক্তি স্থাপন করে তিনি আরও বলেন, 'এবার কিন্তু দলবদল প্লেয়ার্স বাই চয়েজে হয়নি। জাতীয় দলের কয়জন ক্রিকেটার নিতে পারবেন, সেই বিধি নিষেধও ছিল না। এর সুযোগ নিয়ে আবাহনী সেরা দল গড়েছে।

প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি দল সেরা একাদশ গড়েছে। শ্রীলঙ্কা সফরের সময় সেই কয়েকটি দল যদি ডিপিএল খেলতে না চায়, তাহলে দোষ দেয়া যাবে না তাদের।'

সুত্র: কালের কণ্ঠ