করোনা পরিস্থিতি

ঈদের পর বিপিএল-ডিপিএল নিয়ে সিদ্ধান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:57 শনিবার, 25 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রভাবে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও ক্রিকেট কবে ফিরবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রিকেট মাঠে ফেরানোর পক্ষপাতি নন বোর্ড কর্তারা।

তবে এমন অবস্থায় আশার আলো দেখালেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস। সম্প্রতি চ্যানেল আইয়ের অনলাইনের লাইভ শো ‘বি অ্যাকটিভ’-এ ঈদের পরই মাঠে ক্রিকেট ফেরানোর ইঙ্গিত দেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের আশা করছেন বিসিবির এই পরিচালক।

জালাল ইউনুস বলেন, 'খুব শিগগিরই আমরা আলোচনায় বসব, কোরবানির ঈদের পর বিসিবির ওয়ার্কিং কমিটির একটি সভা আছে। বিপিএল নিয়ে চিন্তা করবো, কখন করা যায়। বিপিএল করার সময়টা হাতে আছে কেননা এটির জন্য নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারি। সামনে আরও চার মাস হাতে থাকবে, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর। আমরা চেষ্টা করব বিপিএল ঠিক সময়েই করতে।'

'আমরা চাই প্রিমিয়ার লিগ শুরু হোক। দেখা যাক, ক্লাবের সঙ্গে বিসিবির আলাপ-আলোচনা চলছে। আগস্টের দিকে দেখি করোনার অবস্থা কেমন হয়। সেটার উপর নিভর্র করছে আমরা খেলা শুরু করতে পারব কিনা। আগস্টের দিকে তাকিয়ে আছি আমরা।'

তবে বিসিবির এই পরিচালক এটিও জানান সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা পরিস্থিতির উন্নতি না হলে ক্রিকেট শুরু করা দুষ্কর বলে মনে করেন জালাল ইউনুস।

তিনি এ প্রসঙ্গে বলেন, 'পরিস্থিতি যদি অনুকূলে না থাকে খুব কঠিন লিগ আয়োজন করা। দুই-তিনটা ক্লাব ছাড়া সবার ওই অবস্থা আছে কিনা আইসিসির দেওয়া প্রটোকল, কোভিড-১৯ প্রটোকল মেনে সব কিছু করা। ওভাবেই কিন্তু ব্যবস্থাপনা করতে হবে ক্লাবের।'

'খেলোয়াড়রা যারা ক্যাম্পে থাকবে তারা কী পারবে ওভাবে মেইনটেইন করে থাকতে। ঝুকি তো থেকে যায়। জাতীয় দলের খেলোয়াড় যারা আছে বা স্কোয়াডে যারা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে নিজেদের অধীনে যে ধরণের সুযোগ-সুবিধা যোগান দিতে পারবে সেটি কি ক্লাবগুলো পারবে, একটা প্রশ্ন থেকে যায়।'