বাংলাদেশ ক্রিকেট

বিপিএল নিয়ে তাড়াহুড়ো নয়: নিজামউদ্দিন চৌধুরী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 শনিবার, 25 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপের ভেতরেই চলছে জাতীয় দলের ক্রিকেটারদের একক অনুশীলন। অনুশীলনে ক্রিকেটাররা ফিরলেও খেলা কবে মাঠে ফিরবে তা নিয়ে চলছে অনিশ্চয়তা। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা আশা করছেন ঈদুল আযহার পরই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং শ্রীলংকা সফরে যাতে পরিকল্পনার ছক কষছেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে। তাড়াহুড়ো করে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানানো হয়েছে বিসিবির তরফ থেকে। পরিস্থিতি বিবেচনা করে নেয়া হবে সিদ্ধান্ত।

সম্প্রতি বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যকে এমনটাই জানিয়েছেন। তবে ডিপিএল এবং বিপিএল দুটো টুর্নামেন্টের বিষয়েই আশাবাদী বিসিবি।

নিজামউদ্দিন বলেন, 'আমরা দুটি ঘরোয়া ইভেন্টের কথা ভাবছি, যা থেকে খেলোয়াড়রা তাদের জীবনধারণ উপার্জন করে। প্রাথমিকভাবে, আমরা ডিপিএল নিয়ে ভাবছি। তারপরে বিপিএল। আমাদের লক্ষ্য উভয়ই আয়োজন করা।'

'আমরা বিপিএল মঞ্চ করতে চাইলে আমাদের প্রথমে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলতে হবে। তারা কী অবস্থানে রয়েছে তা জানতে হবে কারণ চলমান পরিস্থিতিতে, অনেক ব্যবসায়িক সংস্থা আগ্রহী নাও হতে পারে। তারা আগের মতো সাড়া নাও দিতে পারে। সুতরাং তাদের সাথে কথা না বলে কোনও সিদ্ধান্তে তাড়াহুড়া করা ঠিক হবে না।'

করোনার প্রভাবে গেল মার্চ থেকেই বন্ধ দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। দেশের কতোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখন পর্যন্ত খেলা শুরু করতে পারছে না বিসিবি।