এইচপি

এইচপির প্রধান কোচের খোঁজে বিসিবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:47 বুধবার, 22 জুলাই, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনাভাইরাসের ভয়াল থাবায় সারা বিশ্বের মানুষের জীবন যাত্রা থেমে গেছে। লম্বা সময় স্থগিত ছিল খেলাধুলা। এর প্রভাবে ক্রিকেটও বন্ধ ছিল। কদিন আগে মাঠে ক্রিকেট ফিরলেও ক্রিকেটীয় কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়নি এখনও। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমও বন্ধ ছিল অনেকদিন।

কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনা পর্যায়ের কাজগুলো সেরে রাখতে অগ্রসর হয়েছে বিসিবি। এর মধ্যে হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ নিয়োগের ব্যাপারে এখনও সুরাহা হয়নি। কিছুদিন আগে এইচপির পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার ইঙ্গিত দেয়া হলেও, এবার একজন বিশেষজ্ঞ প্রধান কোচ খুঁজছে বিসিবি।

এর আগে বিসিবি চেয়েছিল একজন ইউরোপিয়ান কোচের হাতে এইচপির দায়িত্ব তুলে দিতে। ইংলিশ কোচ পল নিক্সনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, এইচপির প্রধান কোচ নিয়োগ এবং এইচপি প্রোগ্রাম কিভাবে শুরু করা যায় সেই পরিকল্পনা নিয়েই একটি অর্ডিনেশন মিটিং করেছেন তারা বুধবার (২২ জুলাই)।

মিটিং শেষে দুর্জয় বলেন, 'আজ বেসিক্যালি একটা কো অর্ডিনেশন মিটিং হয়েছে। আমাদের এইচপির প্রোগ্রামটা কীভাবে শুরু করা যায়। এর মধ্যে আমাদের যেই কাজ গুলো করতে হবে, যেমন হেড কোচ নিয়োগের একটা ব্যাপার আছে। সেখানে একটা ছোট্ট তালিকা করেছি, যারা যারা আগ্রহ দেখিয়েছিল। তাদ্র সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের এভেলেভেলিটি দেখতে হবে, অনেকেই আগ্রহ দেখিয়েছে পেন্ডামিকের আগে। এখন মন মানসিকতা কেমন সেটা জানতে হবে।'

করোনাভাইরাসের বিস্তারের কারণে ক্রিকেটে এখন নানা বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে। তাই এইচপির ক্যাম্প শুরু করলে খেলোয়াড়রা কিভাবে খাবেন, থাকবেন এবং তাদের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা কেমন হবে এগুলো নিয়েই আলোচনা হয়েছে বলে জানালেন দুর্জয়।

তার ভাষ্য, 'আপনারা জানেন যে এখন সব কিছু আগের মতো নেই। শুরুর করার ব্যাপারটা যে শুধু আমাদের হাতে তা না। তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, একাডেমীতে যদি শুরু করি তাহলে প্লেয়ারদের থাকা-খাওয়া, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি - এসব নিয়ে বর্তমান অবস্থার সঙ্গে মানানসই চিন্তা করতে হচ্ছে।  সেটা কীভাবে সম্ভব, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার করছি। আমরা আবার বসব প্রস্তাবনা নিয়ে। এসব নিয়েই আজ আলাপ আলোচনা করেছি।'