ক্রিকেটারদের অনুশীলন

হাতে ফোস্কা পড়ে গেছে: ইমরুল কায়েস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:56 সোমবার, 20 জুলাই, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দীর্ঘ পাঁচ মাস পর ব্যাটিং অনুশীলন করলেন ইমরুল কায়েস। স্বাস্থ্য বিধি মেনে শনিবার থেকে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করলেও, ইমরুলের সূচি ছিল সোমবার (২০ জুলাই)।

করোনার মাঝে ঘরে বসে জিম সেশন চালালেও ব্যাটিং করার সুযোগ হয়নি। তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে ইমরুল ব্যাটিংয়ের প্রতি বাড়তি মনোযোগী ছিলেন। ১০টা নাগাদ অনুশীলনে এসে ২৫ মিনিট জিম সেশন করেন ইমরুল।

এরপর ইন্ডোরে ঘন্টাখানেক ব্যাটিং করেন। এরপর আবার ফিরে যান জিমে। লম্বা সময় পর ব্যাটিং করার পর ইমরুল জানিয়েছেন, তার হাতে ফোস্কা পড়ে গেছে। এ ছাড়া হাত-পা দ্রুত কাজ করছে না। যদিও দ্রুতই এসব স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী এই বাঁহাতি ওপেনার।

ক্রিকফ্রেঞ্জিকে ইমরুল বলেন, 'পাঁচ মাস পর নেটে অনুশীলন করলাম। বাসায় অবশ্য জিম করেছি, রানিং করেছি। হাত পা একটু কম চলে। এটা তো অভ্যাসের ব্যাপার। এতোদিন পর বলের কাছে যাওয়া। দুই একটা সেশন গেলে সব ঠিক হবে। বডি মুভমেন্ট আরেকটু দ্রুত গতির হওয়া লাগবে। বাঁহাতে ঠোসা পড়ে গেছে। অনেকদিন পর ব্যাটিং করলাম এজন্য।'

ঢাকার বাইরের আরও তিন ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হয়েছে। যদিও বৃষ্টির কারণে চট্টগ্রামে গতকাল অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

মরণব্যাধি করোনাভাইরাসের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দেয়া গাইডলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ১০ ক্রিকেটারের জন্য ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। প্রথম ধাপের এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।