বাংলাদেশ ক্রিকেট

বুলবুলের চোখে নাসিরই সেরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:37 বৃহস্পতিবার, 16 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ক্রিকেট দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবেই গণ্য করা হয় নাসির হোসেনকে। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার ৩০ গজের মধ্যে দুর্দান্ত ফিল্ডিংয়ের নজীর রেখেছেন অনেকবার। দারুণ ক্ষিপ্রতায় ক্যাচ লুফে নেয়া একটা সময় স্বভাবজাত অভ্যাসে পরিণত করেন তিনি।   

নাসিরের ফিল্ডিং দক্ষতা নিয়ে তাই প্রশ্ন নেই হাজারো ক্রিকেট প্রেমীর। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও ফিল্ডার নাসিরের একজন পাঁড় ভক্ত। দেশের শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

নাসির ছাড়াও প্রিয় ফিল্ডারের তালিকায় আফতাব আহমেদ এবং সাব্বির রহমানকে জায়গা দিয়েছেন বুলবুল। তবে রিফ্লেক্স, গতি এবং দক্ষতা তিন ক্ষেত্রেই নাসির এগিয়ে থাকছেন বেশি বলে মনে করেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।   

বুলবুল বলেন, 'তিন জনই খুব ভালো। গতিময়, রিফ্লেক্স ভালো, নিরাপদ হাত ছিল সবার। আফতাবের একটা বিশেষত্ব ছিল থ্রোয়িং, অল্প জায়গা থেকে দ্রুত থ্রো করতে পারত। সাব্বিরও বৃত্তের ভেতরে সব মিলিয়ে ভালো। তবে তিন জনের মধ্যে আমার কাছে সেরা নাসির। নাসিরকে এগিয়ে রাখার কারণ তিনটি জায়গায় ওর প্রায় সমান দক্ষতা, পয়েন্ট, স্কয়ার লেগ ও কাভার।'

অস্ট্রেলিয়া প্রবাসী বুলবুলের বিশ্বাস বল লুফে নেয়ার ক্ষেত্রে নাসিরের চোখও যথেষ্ট ধারালো অন্যদের চেয়ে। বিশেষ করে স্কয়ার লেগ এবং কাভার অঞ্চলের ফিল্ডার হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করতে সক্ষম নাসির বলে মনে করেন সাবেক দলপতি বুলবুল। 

তাঁর ভাষ্যমতে,  'পয়েন্টে বল অনেক জোরে আসে, বিশেষ করে নতুন বলে। চোখ খুব ভালো হতে হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলে চোখ রাখতে হয়। স্কয়ার লেগে দাঁড়ালে বল দেখার সময় মেলে খুব কম। ব্যাটসম্যানের শরীরের কারণে বল একটু দেরিতে চোখে পড়বে। কাজেই খুব দ্রুত রিঅ্যাক্ট করতে হয়। আর কাভারে নিজের আশেপাশের অন্তত ৬ থেকে ৮ ফুট জায়গার দখল নিতে হয়। তিন জায়গাতেই প্রায় সমান দক্ষতা দেখানো বেশ বিরল। আফতাব ও সাব্বির যেমন তিন জায়গায় সমান নয়। কিন্তু নাসির সব জায়গাতেই এক্সট্রা অর্ডিনারি।' 

দেশের অন্যতম সেরা ফিল্ডার হলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি নাসির হোসেন। তারকা এই অলরাউন্ডার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে। অপরদিকে নিজের শেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে।