বাংলাদেশ ক্রিকেট

আগস্টের মাঝামাঝি অনুশীলনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 সোমবার, 13 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে ফিরবে দেশের ক্রিকেট। ঈদের পর টাইগারদের অনুশীলন শুরু হবে এমন ইঙ্গিতও দিয়েছেন বেশ কয়েকজন বোর্ড কর্মকর্তা।

যদিও নতুন খবর আগামী আগস্টের মাঝামাঝি সময়ে ফিরতে পরে জাতীয় দলের অনুশীলন। সংবাদমাধ্যমকে ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এই অনুশীলন ক্যাম্পের জন্য জাতীয় দলের ৩৪ সদস্যের ক্রিকেটারের তালিকা এবং ২৬ জন হাই-পারফরম্যান্স ক্রিকেটারের তালিকাও প্রস্তুত করা আছে এমনটাই নিশ্চিত করেছেন তিনি।

বিসিবি চাইলেও এই অনুশীলন শুরু করার জন্য সরকারী আদেশের প্রয়োজন হবে বলে মনে করেন নান্নু। তবে তারা নিজেরা অনুশীলন ফেরাতে তৈরি আছেন বলে জানালেন প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে অনুশীলন শুরুর সম্ভবনা নেই। তবে এক্ষেত্রে সরকারি আদেশের প্রয়োজন হবে। সরকার আদেশ না দিলে কি করে হবে? এমনিতে আমাদের প্রস্তুতি আছে। জাতীয় দলের ৩৪ জন ও হাই পারফরম্যান্স দলের ২৬ জনকে নিয়ে আমরা অনুশীলনের কথা ভাবছি। তিন ফরম্যাটের প্লেয়াররাই এখানে থাকবে।’