বাংলাদেশ ক্রিকেট

হাই-হ্যালোতে সীমাবদ্ধ বাংলাদেশের ক্রিকেট

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:02 সোমবার, 13 জুলাই, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি বছর ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিশ্বমঞ্চে রাজত্ব করে তরুণরা দেশে ফিরলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, আকবর আলী-পারভেজ হোসেনদের নিয়ে গঠন করা হবে অনূর্ধ্ব-২১ দল। কিন্তু মহামারী করোনাভাইরাস এই পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

করোনার প্রকোপে গেল মার্চ থেকে বন্ধ দেশের সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) এক রাউন্ড পর আর মাঠে গড়ায়নি। যুব বিশ্বকাপ জয়ীরা তাই ডিপিএল খেলেই চলে গিয়েছিলেন নিজ নিজ বাড়িতে।

বাড়িতে বসে বিসিবির দেয়া নির্দেশনা মেনেই অনুশীলন এবং ফিটনেস চালিয়ে যাচ্ছেন সকলেই। তবে এসবের মাঝেই সোমবার যুব বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেকেই একত্রিত হয়েছিলেন। সামনা সামনি দেখা হওয়ার সুযোগ না মিললেও ভার্চুয়াল আড্ডায় মেতেছিলেন দেশের ক্রিকেটের ভবিষ্যত কান্ডারিরা।

যদিও এই আড্ডায় ক্রিকেট সংক্রান্ত কোন আলাপ হয়নি। হাই-হ্যালোতেই সীমাবদ্ধ ছিল আলোচনা। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন পারভেজ হোসেন ইমন।

ইমন বলেন, 'আমরা শুধু আড্ডা দিয়েছি, ক্রিকেট সংক্রান্ত কোন আলাপ হয়নি। বিশ্বকাপের পর সবাই যার যার বাড়িতে চলে গেছিল, অনেক দিন কথা হয়না, তাই একসাথে হওয়া।'

বিশ্বকাপে কোন ম্যাচ খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসেই দলকে উজ্জীবিত রেখেছিলেন প্রান্তিক নাবিল। ১৬ ছুই ছুই এই তরুণের সামনে সুযোগ আছে দেশের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার।

বিশ্বকাপ জয়ী সকলের সঙ্গে লম্বা সময় ধরে সাক্ষাৎ নেই, ভার্চুয়াল আড্ডাতেই খুশি ছিলেন তিনি। প্রান্তিক বলেন, 'না এমনিতেই আড্ডা দিয়েছি শুধু, সবার সঙ্গে কথা হয়নি অনেক দিন, দেখা সাক্ষাতও নেই। তাই একসাথে হওয়া।'

যুব দলের স্পিনার হাসান মুরাদ এই বিষয়ে বলেন, 'আমরা আড্ডা দেয়ার জন্যই একসাথে হয়েছিলাম, সবাই কেমন আছে না আছে খোঁজ খবর নিতে, আড্ডা দিতে, মজা করতে, এই সময়ে সবাইকে অনেকদিন পর দেখে খুব ভালো লেগেছে। ক্রিকেট সংক্রান্ত কোন আলাপ হয়নি।'