ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

হোল্ডারের কাছে এই জয়ের মহত্ত্ব আলাদা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:33 সোমবার, 13 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এর আগের সফরেও ইংল্যান্ডের মাটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সাউদ্যাম্পটন টেস্টের এই জয়ের গুরুত্ব ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন হোল্ডারের কাছে একেবারেই আলাদা।

২০১৭ সালের ইংল্যান্ড সফরে শাই হোপের সেঞ্চুরিতে শেষ ইনিংসে তিনশর বেশি রান তাড়া করে জিতেছিল ক্যরিবিয়ানরা। যদিও সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

তবুও হোল্ডারের কাছে প্রাধান্য পাচ্ছে সাম্প্রতিক এই জয়। ম্যাচ শেষে ক্যরিবিয়ান অধিনায়ক বলেন, 'এটা স্পেশাল, বিশাল এক জয়। ইংল্যান্ডে এসে ইংল্যান্ডকে হারানো মোটেই সহজ কিছু নয়। ২০১৭ সালেও আমরা ওদেরকে এক ম্যাচে হারিয়েছিলাম, তাই স্বাদটা জানি। তবে এরপর অনেক কিছুই বদলে গেছে।'

সদ্য সমাপ্ত ম্যাচটিতে ইংল্যান্ডকে চার উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

আগামি ১৬ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৪ জুলাই, একই ভেন্যুতে।

সিরিজ জয়ের প্রত্যাশায় থাকা হোল্ডার আরও বলেন, 'ঘরের মাঠে ইংল্যান্ড অসম্ভব শক্তিশালী। সিরিজটি এভাবে শুরু করতে পারা তাই আমাদের জন্য দারুণ আশা জাগানিয়া। নিজেদের পারফরম্যান্সে আমরা অবশ্যই গর্বিত।'